আরও পড়ুন : বিজেপির বিপুল জয়ে আত্মবিশ্বাসী ইয়েদুরাপ্পা
দলীয় সূত্রে খবর দলের অন্দরমহলে বিবাদ বাধে কংগ্রেসের সঙ্গে সখ্যতার জন্য ৷ সীতারাম ইয়েচুরি সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ বাম নেতা বিজেপিকে রুখতে কংগ্রেসের হাত ধরার পক্ষেই ৷ তাঁদের বক্তব্যের স্বপক্ষে যুক্তি ধর্মনিরপেক্ষ সব শক্তিকে একই অবস্থানে আনাই যখন লক্ষ তখন কেনই বা কংগ্রেসের সাথে সমঝোতা নয় কেন ? এতেই চরমতম বিবাদ বাধে কারাত শিবিরের সঙ্গে ইয়েচুরি শিবিরের ৷
advertisement
আরও পড়ুন : ফিরে এল নোটবন্দির আতঙ্ক, PoS থেকে ২০০০ টাকা পর্যন্ত তোলা যাবে, জানাল SBI
বুধবার সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে পার্টি কংগ্রেসে সংখ্যালঘু মতামত জানিয়েছেন ইয়েচুরি ৷ বৃহস্পতিবার এই দুই লাইনের মধ্যে আলোচনার পরে দলেই ব্যাকফুটে ইয়েচুরি ৷
ঘনিষ্ঠ মহলে ইয়েচুরি জানিয়েছেন তাঁর প্রস্তাবিত খসড়া বাতিল হলে তিনি দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়াতে পারেন ৷