TRENDING:

বিক্রির জন্য রাখা চিঁড়ে দই কলা মেখে দোকানে বসে ফলার খেয়ে সব জিনিস হাতিয়ে উধাও চোর

Last Updated:

Unique Theft: পরদিন সকালে এসে দেখেন—তালা ভাঙা, দোকান তছনছ। প্যাকেটজাত খাবার, পানীয়, কিছু টাকা—সবই চুরি। শুধু তাই নয়, দোকানে বিক্রির জন্য রাখা দই-চিঁড়া ও কলাও চোরের দল খেয়ে গেছে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঋত্বিক ভট্টাচার্য, শিলিগুড়ি: দই-চিঁড়া আর কলা খেয়ে দিব্যি চুরি! শুনতে সিনেমার গল্প মনে হলেও, বাস্তবে এমনই ঘটনা ঘটেছে ফুলবাড়ি বাইপাস সংলগ্ন এক ছোট খাবারের দোকানে। ক্ষতির মুখে পড়েছেন বছর চল্লিশের লতিফা খাতুন, যাঁর কাছে এই দোকানই ছিল একমাত্র আয়ের ভরসা।
দোকান লুটে দই-চিঁড়া হজম!
দোকান লুটে দই-চিঁড়া হজম!
advertisement

লতিফা দীর্ঘদিন ধরেই স্থানীয় এলাকায় একটি ছোট খাবারের দোকান চালান। সম্প্রতি একটি বেসরকারি সংস্থা থেকে ২ লক্ষ টাকা ঋণ নিয়ে দোকানে নতুন করে মাল তুলেছিলেন। স্বপ্ন ছিল—ঋণ শোধ হবে, সংসারে স্বস্তি ফিরবে। কিন্তু সেই স্বপ্ন যেন রাতারাতি চুরি হয়ে গেল।

শুক্রবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরেন লতিফা। পরদিন সকালে এসে দেখেন—তালা ভাঙা, দোকান তছনছ। প্যাকেটজাত খাবার, পানীয়, কিছু টাকা—সবই চুরি। শুধু তাই নয়, দোকানে বিক্রির জন্য রাখা দই-চিঁড়া ও কলাও চোরের দল খেয়ে গেছে!

advertisement

আরও পড়ুন : রবিবার ফের ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ? নিম্নচাপের লাগাতার মুষলধারায় বৃষ্টি থামবে কবে? জানুন বড় পূর্বাভাস

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

“অভাবের সংসারে একটু একটু করে দোকানটা দাঁড় করাচ্ছিলাম। ঋণ নিয়ে মাল তুলেছিলাম। এখন কিছুই রইল না,”—কান্নাজড়ানো গলায় বললেন লতিফা। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, এমন ঘটনা আগে শোনা যায়নি। চুরি করতে এসে দোকানে বসে খাওয়া—এ যেন একেবারে সিনেমার কাণ্ড!ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দোকানের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
বিক্রির জন্য রাখা চিঁড়ে দই কলা মেখে দোকানে বসে ফলার খেয়ে সব জিনিস হাতিয়ে উধাও চোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল