শহরের প্রাক্তন ক্রিকেটার ছিলেন বাপ্পা। সিএবি পরিচালিত বেশ কিছু ক্রিকেট টুর্নামেন্টে অংশও নিয়েছিলেন তিনি। কলকাতার বেশ কিছু ক্লাবের হয়ে খেলেছিলেন। বাপ্পার মৃত্যুতে শোকের ছায়া পরিবার-সহ শহরের ক্রিকেট মহলে। শহরে এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৪০০। এটি এই বছরে ডেঙ্গিতে প্রথম মৃত্যু। শহরেই প্রথম মৃত্যু হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ উৎকন্ঠা বাড়ছে এলাকা জুড়ে।
advertisement
যদিও পুরসভা এ বিষয়ে সতর্ক রয়েছে। লাগাতার সাফাই অভিযান এবং ডেঙ্গি সচেতনতা বার্তা চালিয়ে যাচ্ছে শিলিগুড়ি পুরনিগম। স্থানীয় কাউন্সিলর লক্ষ্মী পাল জানান, “বাপ্পা আমাদের ওয়ার্ডের একজন তরুণ ক্রিকেটার হিসেবে পরিচিত এক মুখ ছিল। তাকে হারিয়ে ফেলা সত্যি বেদনা জনক। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে হয়তো তাকে বাঁচানো যেত।” ডেঙ্গি আক্রান্ত হবার পরে এই মৃত্যুতে স্বাভাবিকভাবেই উদ্বেগ এবং উৎকণ্ঠায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। যাতে আগামীতে ডেঙ্গি আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা না বাড়ে সেদিকে নজর রয়েছে শিলিগুড়ি পুরনিগমের।