বিস্ফোরণের পর তখনও ফরেনসিক যায়নি। তার আগেই নাগেরবাজারের ঘটনাস্থল ঝাঁড় দিয়ে, ধুয়ে সাফ করিয়ে দেয় বারাকপুর কমিশনারেটের পুলিশ। যার জেরে বিস্ফোরণস্থল থেকে খালি হাতে ফিরতে হল ফরেনসিক দলকে। পুলিশের গাফিলতির জেরেই নাগেরবাজারে বিস্ফোরণের তদন্তের দায়িত্ব পেল সিআইডি। এই নিয়েই আজ দেখুন ‘সাদা কথা কালো কথা’ ৷