TRENDING:

'কলকাতায় ১০ হাজার কৃষক নিয়ে র‍্যালি করে দেখাক মমতা!', চ্যালেঞ্জ ছুঁড়লেন দিলীপ ঘোষ

Last Updated:

এদিন মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে দীলিপ বলেছেন যে, তৃণমূল সুপ্রিমো ও তাঁর নেতারা পারলে কলকাতায় ১০ হাজার কৃষক নিয়ে একটা র‍্যালি করে দেখাক! দিলীপের দাবি বিজেপি তাঁর পাঁচ গুণ কৃষক নিয়েই এই শহরে র‍্যালি করবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বলেছেন যে, বাংলার ৭০ লক্ষ কৃষক বছরে ৬ হাজার টাকার কেন্দ্রীয় সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন৷ রাজনৈতিক কারণেই কৃষকদের এই সুবিধে থেকে বঞ্চিত করছে পশ্চিমবঙ্গ সরকার৷ এবার দিলীপ ঘোষ বলছেন যে, কৃষকরা মমতার সঙ্গে নয়, মোদির সঙ্গেই আছেন৷
advertisement

এদিন মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে দীলিপ বলেছেন যে, তৃণমূল সুপ্রিমো ও তাঁর নেতারা পারলে কলকাতায় ১০ হাজার কৃষক নিয়ে একটা র‍্যালি করে দেখাক! দিলীপের দাবি বিজেপি তাঁর পাঁচ গুণ কৃষক নিয়েই এই শহরে র‍্যালি করবে৷ দীলিপ এদিন মেগা বুথ পর্যায়ের এক কর্মসূচিতে এসে বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি পারলে উনি আর ওনার নেতারা মিলে কলকাতায় ১০ হাজার কৃষক নিয়ে একটা র‍্যালি করে দেখাক৷ আমরা ৫০ হাজার কৃষক নিয়ে র‍্যালি করে দেখিয়ে দেব৷

advertisement

গত বুধবার দুপুরে দিল্লি–হরিয়ানা সীমানায় আন্দোলনকারী কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানেই ফোনে কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের সবরকম ভাবে পাশে থাকার বার্তা দেন মমতা। এই মর্মেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন দিলীপ৷ তিনি জানান, মমতা তাঁর লোকেদের আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে পাঠান, কিন্তু নিজের রাজ্যে কোনও প্রতিবাদ সভা হতে দেন না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

এদিন কৃষকদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তোলেন মোদি৷ অভিযোগ করেন, একমাত্র পশ্চিমবঙ্গ সরকারই রাজ্যের ৭০ লক্ষ কৃষককে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের এই সুবিধা থেকে বঞ্চিত করছে৷ ক্ষোভের সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "রাজ্য সরকারকে এক পয়সাও দিতে হবে না৷ পুরোটা কেন্দ্র দেবে৷ কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গ সরকার রাজি হচ্ছে না৷ বাংলার অনেক কৃষক এই সাহায্য চেয়ে সরাসরি ভারত সরকারকে চিঠিও লিখেছেন৷ বাংলার লক্ষ লক্ষ কৃষক অনলাইনে এই সাহায্য়ের জন্য় আবেদন করেছেন৷ তার পরেও রাজ্য সরকার এই প্রকল্প আটকে রেখেছে৷"

advertisement

বাংলা খবর/ খবর/শো/
'কলকাতায় ১০ হাজার কৃষক নিয়ে র‍্যালি করে দেখাক মমতা!', চ্যালেঞ্জ ছুঁড়লেন দিলীপ ঘোষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল