TRENDING:

'কলকাতায় ১০ হাজার কৃষক নিয়ে র‍্যালি করে দেখাক মমতা!', চ্যালেঞ্জ ছুঁড়লেন দিলীপ ঘোষ

Last Updated:

এদিন মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে দীলিপ বলেছেন যে, তৃণমূল সুপ্রিমো ও তাঁর নেতারা পারলে কলকাতায় ১০ হাজার কৃষক নিয়ে একটা র‍্যালি করে দেখাক! দিলীপের দাবি বিজেপি তাঁর পাঁচ গুণ কৃষক নিয়েই এই শহরে র‍্যালি করবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বলেছেন যে, বাংলার ৭০ লক্ষ কৃষক বছরে ৬ হাজার টাকার কেন্দ্রীয় সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন৷ রাজনৈতিক কারণেই কৃষকদের এই সুবিধে থেকে বঞ্চিত করছে পশ্চিমবঙ্গ সরকার৷ এবার দিলীপ ঘোষ বলছেন যে, কৃষকরা মমতার সঙ্গে নয়, মোদির সঙ্গেই আছেন৷
advertisement

এদিন মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে দীলিপ বলেছেন যে, তৃণমূল সুপ্রিমো ও তাঁর নেতারা পারলে কলকাতায় ১০ হাজার কৃষক নিয়ে একটা র‍্যালি করে দেখাক! দিলীপের দাবি বিজেপি তাঁর পাঁচ গুণ কৃষক নিয়েই এই শহরে র‍্যালি করবে৷ দীলিপ এদিন মেগা বুথ পর্যায়ের এক কর্মসূচিতে এসে বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি পারলে উনি আর ওনার নেতারা মিলে কলকাতায় ১০ হাজার কৃষক নিয়ে একটা র‍্যালি করে দেখাক৷ আমরা ৫০ হাজার কৃষক নিয়ে র‍্যালি করে দেখিয়ে দেব৷

advertisement

গত বুধবার দুপুরে দিল্লি–হরিয়ানা সীমানায় আন্দোলনকারী কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানেই ফোনে কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের সবরকম ভাবে পাশে থাকার বার্তা দেন মমতা। এই মর্মেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন দিলীপ৷ তিনি জানান, মমতা তাঁর লোকেদের আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে পাঠান, কিন্তু নিজের রাজ্যে কোনও প্রতিবাদ সভা হতে দেন না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

এদিন কৃষকদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তোলেন মোদি৷ অভিযোগ করেন, একমাত্র পশ্চিমবঙ্গ সরকারই রাজ্যের ৭০ লক্ষ কৃষককে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের এই সুবিধা থেকে বঞ্চিত করছে৷ ক্ষোভের সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "রাজ্য সরকারকে এক পয়সাও দিতে হবে না৷ পুরোটা কেন্দ্র দেবে৷ কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গ সরকার রাজি হচ্ছে না৷ বাংলার অনেক কৃষক এই সাহায্য চেয়ে সরাসরি ভারত সরকারকে চিঠিও লিখেছেন৷ বাংলার লক্ষ লক্ষ কৃষক অনলাইনে এই সাহায্য়ের জন্য় আবেদন করেছেন৷ তার পরেও রাজ্য সরকার এই প্রকল্প আটকে রেখেছে৷"

advertisement

বাংলা খবর/ খবর/শো/
'কলকাতায় ১০ হাজার কৃষক নিয়ে র‍্যালি করে দেখাক মমতা!', চ্যালেঞ্জ ছুঁড়লেন দিলীপ ঘোষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল