এতো গেল অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্যপদে বাঙালির নিমন্ত্রণ ৷ তবে বাদ পড়েননি, বলিউডের তাবড়রাও ৷ তালিকায় রয়েছেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, নাসিরুদ্দিন শাহ, আলি ফাজল, অনিল কাপুর, তব্বু, আদিত্য চোপড়া, তব্বু, আদিত্য চোপড়া, গুণীত মোঙ্গা, অনিল মেহতা, মণীশ মালহোত্রা, উষা খান্না, বাল্লু সালুজার মতো ব্যক্তিত্বরা ৷
advertisement
টিপ টিপ বর্ষা পানির নাচে উত্তাপ ছড়ালেন প্রিয়াঙ্কা-পরিনীতি! দেখুন ভিডিও
৫৯ দেশের প্রত্যেক আমন্ত্রিতরা যদি এই আমন্ত্রণ গ্রহণ করে, তাহলে অ্যাকাডেমির সদস্য সংখ্যা দাঁড়াবে ৯ হাজার দুশো ছাব্বিশ জন ৷
Location :
First Published :
June 26, 2018 1:35 PM IST