TRENDING:

ঝড়ের তাণ্ডবে স্তব্ধ শহর, মৃত ১৫

Last Updated:

শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় মঙ্গলবার সন্ধ্যেতে আছড়ে পড়ে কালবৈশাখি ৷ ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে শহর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় মঙ্গলবার সন্ধ্যেতে আছড়ে পড়ে কালবৈশাখি ৷ ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে শহর ৷ গাছ পড়ে শহরের বেশ কিছু জায়গায় স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতা ৷ ঝড়ের দাপটে মঙ্গলবার রাতে এখনও অবধি ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে ৷
advertisement

আরও পড়ুন: কলকাতায় ১০০ কিমি বেগে ধেয়ে এল ঝড়, ৫০টিরও বেশি গাছ পড়ে তছনছ শহর

কলকাতার পাশাপাশি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা,  পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতেও ব্যপক ঝড় বৃষ্টি হয় ৷ দিনভর তীব্র গরমের পর সন্ধ্যায় কালো হয়ে আসে শহরের আকাশ। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝড়ের তাণ্ডব।

চাঁদনিতে অটোর উপর গাছ পড়ে মৃত্যু হয়েছে ৷ আনন্দপুরে ঝড়ের দাপটে নির্মীয়মান বাড়ির অংশ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে একজনের ৷ কাজ সেরে বাড়ি ফেরার পথে বাইক আরোহী মহঃ সাজিদ খানের মৃত্যু হয়েছে ৷ আনন্দপুরের গুলসন কলোনিতে ঘটনাটি ঘটে ৷ এর পাশাপাশি বেহালায় গাছ পড়ে, পোস্তায় বাড়ির পাঁচিল ভেঙে মৃত পাঁচিল ভেঙে একজনের মৃত্যুর খবর মিলেছে ৷

advertisement

আরও পড়ুন: আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি আলিপুরের

অপরদিকে, হাওড়াতেও ছয়জনের মৃত্যুর খবর মিলেছে ৷ ডুমুরজলায় মৃত্যু হয়েছে তরুণী মুনমুন দত্তের ৷ বেলুড়ে এক ছাত্রীসহ মৃত ৪ ৷ ঝড়ের সময়ে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন তারা ৷ সেই সময় বিদ্যুতের তারে গাছ ভেঙে পড়ে ৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাদের ৷ এর পাশাপাশি আন্দুল রোড থেকেও মৃত্যুর খবর মিলেছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

এছাড়াও শহরের নানা জায়গা থেকে গাছ পড়ে আহত হয়েছেন সাতজন ৷ মির্জা গালিব স্ট্রিটে গাছ পড়ে আহত দুই ৷ আহতদের অবস্থা আশঙ্কাজনক ৷ ওয়েলিংটন স্ট্রিটে গাছ পড়ে আহত তিন ৷ চাঁদনিতে অটোর উপর গাছ পড়ে আহত হয়েছেন দু’জন ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
ঝড়ের তাণ্ডবে স্তব্ধ শহর, মৃত ১৫