TRENDING:

বিচ্ছেদের পর দায় কার, এবার বিচার করবে সুপ্রিম কোর্ট

Last Updated:

লিভ-ইন সম্পর্ককে বিবাহের আখ্যা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবার লিভ-ইন সম্পর্কের জটও পৌঁছাল সুপ্রিম কোর্টের দোড়গোড়ায় । কোনো মহিলার সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থেকে, তাঁর সাথে সম্মতিমূলক যৌন সম্পর্কে থাকার পর বা বিবাহের প্রতিশ্রুতি দেওয়ার পর কোনো কারণে বিচ্ছেদ ঘটলে তা পুরুষটির দায়বদ্ধতার আওতায় পড়ে কিনা তা এবার খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট । লিভ-ইন সম্পর্ককে কার্যতভাবে বিবাহ হিসেবে গণ্য করা যায় কিনা সেই বিষয়টিও তারা খতিয়ে দেখবে ।
advertisement

আরও পড়ুন: কাজের চাপে কেউ আত্মহত্যা করলে দায় থাকবে না বসের, জানাল সুপ্রিম কোর্ট

কর্ণাটকে জনৈক এক ব্যক্তির বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা চলাকালীন এই বিষয়টি প্রসঙ্গে আসে । ওই ব্যক্তি বিচার আদালত ও হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান এবং সেই মামলা চলাকালীন এই প্রশ্ন তোলে জাস্টিস একে গোয়েল ও এস আব্দুল নাজিরের নেতৃত্বাধীন বেঞ্চটি । ঐ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ ৬ বছর এক মহিলার সাথে সম্পর্কে ছিলেন । ঐ মহিলা অভিযোগ তোলেন তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ও সেই কারণেই তিনি এই সম্পর্কে রাজি হয়েছিলেন । কিন্তু তা না হওয়ার ফলে তিনি ধর্ষণের অভিযোগ জানান । এরপরই ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ধারায় মামলা রুজু হয় ।

advertisement

সুপ্রিম কোর্টের তরফে বলা হয় যে লিভ-ইন সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট আইন প্রণদিত হয়নি । এর আগেও জাস্টিস একে গাঙ্গুলী ২০১২ সালে তাঁর লেখা একটি প্রবন্ধে লিভ-ইন সম্পর্ককে বিবাহসুলভ সম্পর্ক হিসেবে গণ্য করা যায় কিনা তা খতিয়ে দেখার কথা বলেছিলেন । এদিনও সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয় যে দেশের ব্যক্তিগত আইনে এই সম্পর্ক স্থান পেতে পারে সেটিও বিচার করে দেখা হবে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

আরও পড়ুন: অ্যাপের সাহায্যে ভোটের আগে দেওয়া যাবে দুর্নীতির প্রমাণ

বাংলা খবর/ খবর/দেশ/
বিচ্ছেদের পর দায় কার, এবার বিচার করবে সুপ্রিম কোর্ট