TRENDING:

চিকিৎসা করা দূর, চা খাওয়ারও টাকা নেই সলমনের এই নায়িকার, ছেড়ে পালিয়েছেন স্বামীও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পূজা দাদওয়ালকে মনে আছে? নব্বইয়ের দশকে কেরিয়ার শুরু করেছিলেন সলমন খান। শুরুর দিকে নতুন নায়িকাদের সঙ্গে কাজ করতেন তিনি। তেমনি তাঁর ‘বীরগতি’ ছবির নায়িকা ছিলেন পূজা দাদওয়াল। আজ সেই পূজা গুরুতর অসুস্থ। জানা গেছে, অভিনেত্রী যক্ষায় আক্রান্ত। কিন্তু চিকিৎসা করার মতো কোনও টাকা-পয়সা নেই তাঁর ৷ ইন্ডিয়া টুডে’র একটি খবর থেকে এমনটাই জানা গিয়েছে ৷
advertisement

পূজা জানিয়েছেন, শুধু যক্ষ্মা নয়, ফুসফুসের ব্যাধিতেও আক্রান্ত তিনি। ছ’মাস আগে তিনি জানতে পারেন তাঁর যক্ষ্মা মারাত্মক আকার নিয়েছে। এ প্রসঙ্গে পূজা আরও জানান, তিনি সলমন খানের দ্বারস্থ হওয়ার বহু চেষ্টা করেছেন। কিন্তু সেই সৌভাগ্য তাঁর হয়নি। গত ১৫ দিন ধরে তিনি মুম্বইয়ের শেরি হাসপাতালে ভর্তি রয়েছেন।

advertisement

সালমানের নজরে আসতে একটি ভিডিও বানিয়েছিলেন বলে জানান পূজা। ভিডিওটি দেখলে হয়তো সালমান সাহায্য করতে এগিয়ে আসবেন, এমনটিই ভেবেছিলেন পূজা। গত কয়েক বছর ধরে ক্যাসিনো ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন পূজা। কিন্তু এই মুহূর্তে তাঁর কাছে ওষুধ কেনা তো দূরের কথা, এক কাপ চা পানের জন্যও অন্যদের কাছে হাত পাততে হচ্ছে বলে জানান তিনি। অভিনেত্রীর ঘনিষ্ঠজনরা জানান, পূজার অসুস্থতার কথা শুনে তাঁকে ফেলে চলে গিয়েছে তাঁর স্বামী ও পরিবারের অন্যান্যরা। এই খবরে সরগরম ইন্টারনেট ৷ ইন্টারনেটে খবর, সলমনের দৃষ্টি আকর্ষণ করার জন্য বার্তা পাঠিয়েছিলেন এই অভিনেত্রী ৷ তবে এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সলমনের সঙ্গে ‘বীরগতি’ সিনেমা ছাড়াও তিনি ‘হিন্দুস্তান’ ও ‘সিন্দুর সৌগন্ধ’ ছবিতেও অভিনয় করেছিলেন ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
চিকিৎসা করা দূর, চা খাওয়ারও টাকা নেই সলমনের এই নায়িকার, ছেড়ে পালিয়েছেন স্বামীও