TRENDING:

ব্যাডমিন্টনের জোড়া ব্রোঞ্জ নিশ্চিত করলেন সাইনা-সিন্ধু, রূপো এল ইকুস্ট্রিয়নে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জাকার্তা : ভারতের দুই ব্যাডমিন্টন তারকাই পদক নিশ্চিত করে ফেললেন  ৷ কোয়ার্টার ফাইনালে সাইনা নেহওয়াল এবং পিভি সিন্ধু দু‘জনেই ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেলেন ৷
advertisement

মাস কয়েক আগে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে দুই শাটলারই ফাইনালে মুখোমুখি হয়েছিলেন ৷ এবারও দু‘জন দুটি আলাদা সেমিতে নামবেন ৷ ভারতের দুই মেয়েরই ব্রোঞ্জ নিশ্চিত ৷ সব কিছু ঠিকঠাক গেলে এই গাঁঠও পেরোতে পারলে ফের সোনা-রুপো দুটোই আসবে ভারতে৷

এটা সাইনা নেহওয়ালের প্রথম এশিয়ান গেমস মেডেল ৷ থাইল্যান্ডের রাতচানোকের বিরুদ্ধে তাঁর স্কোরলাইন ২১-১৮, ২১-১৬ ৷ অথচ প্রথম গেমে বেশ নড়বড়ে শুরু হয়েছিল সাইনার ৷ কিন্তু পরে সেটা কাটিয়ে উঠে দুটি গেমেই দাপট দেখান হায়দরাবাদি কন্যা ৷

advertisement

এদিকে পি ভি সিন্ধুরও ব্রোঞ্জ নিশ্চিত ৷ তিনি জিতলেন থাইল্যান্ডের জিন্দাপোলের বিরুদ্ধে ৷ প্রথম গেম জিতে নেন ২১-১১ ৷ কিন্তু দ্বিতীয় গেমে ম্যাচে ফিরে আসেন জিন্দাপোল ৷ খেলা গড়ায় তিন গেমে ৷ তবে শেষ হাসি হাসেন সিন্ধুই ৷ খেলার ফল ১১-২১, ২১-১৬, ২১-১৪ ৷

আরও পড়ুন - গোপাল বসু-র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার ক্রিকেটমহল, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

রবিবার ইকুস্ট্রিয়ানে ভারত দুটি রূপো পেয়েছে ৷ ইকুস্ট্রিয়ানের ব্যক্তিগত বিভাগে রূপো পেয়েছেন ফওদা মির্জা ৷ আর দলগত বিভাগে ভারতকে পদক এনে দিয়েছেন রাকেশ কুমার, আশিস মালিক ও জিতেন্দর সিং ৷

বাংলা খবর/ খবর/দেশ/
ব্যাডমিন্টনের জোড়া ব্রোঞ্জ নিশ্চিত করলেন সাইনা-সিন্ধু, রূপো এল ইকুস্ট্রিয়নে