আরও পড়ুন: 'দক্ষিণ ভারতের অযোধ্যা হয়ে উঠেছে শবরীমালা মন্দির'
রবিবার রাতে ৪৭ বছর বয়সের এক মহিলা মন্দিরের ভিতরে ঢোকার চেষ্টা করতেই বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েন তিনি ৷ ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ তাই পাঁচদিন ধরে টানা চরম উত্তেজনার শেষে সোমবার বন্ধ হচ্ছে শবরীমালা মন্দিরের দরজা ৷
advertisement
বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হতে পারেন সাংবাদিকেরাও ৷ সেই কারণে জরুরিকালীন ভিত্তিতে মন্দির চত্বর থেকে তাদের সরে যাওয়ার নির্দেশ দিল পুলিশ ৷ এককথায় শবরীমালার পরিস্থিতি এখন ভয়াবহ ৷ মন্দিরের ভিতরেই বিক্ষোভকারীরা ক্যাম্পেন করছেন ৷ সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশে বাধা দিতে তারা একজোট হয়ে প্রতিবাদ জানাচ্ছেন ৷ যেকোনও মুহূর্তে নিজেদের হাতে আইন তুলে নিতে পারেন তারা ৷ সেই আশঙ্কাতেই আপাতত মন্দিরের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ ৷
পাহাড়ঘেরা কেরলের এই বিখ্যাত মন্দিরে দশ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। ৫৩ বছর ধরে চালু এই প্রথাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। সব মামলা একত্রিত করে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্ব গঠিত হয় সাংবিধানিক বেঞ্চ। পাঁচ সদস্যের বেঞ্চ আট দিন ধরে শুনানির পর শুক্রবার ঐতিহাসিক রায় দেয় ।