TRENDING:

ভাগাড় কাণ্ড: নিউটানের নামী রেস্তোরাঁয় আসত মরা পশুর মাংস

Last Updated:

এ যেন ঠগ বাছতে উজার হচ্ছে গাঁ ৷ কান টানতেই প্রকাশ্যে এসে পড়ছে বড় বড় মাথারা ৷ আর তাঁদের সূত্র ধরেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এ যেন ঠগ বাছতে উজার হচ্ছে গাঁ ৷ কান টানতেই প্রকাশ্যে এসে পড়ছে বড় বড় মাথারা ৷ আর তাঁদের সূত্র ধরেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷
advertisement

ধৃত শরাফত-নাসিরুদ্দিনকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য ৷ জানা গেল, নিউটাউনের নামী হোটেলও এই তালিকার বাইরে নয় ৷ সেখানেও সরবরাহ করা হত মরা মুরগি ৷ প্রচুর টাকার বিনিময়ে নতুন মাংসের সঙ্গে মিশিয়ে পাতে পরিবেশন করা হত সেই পচা,গলা মাংস ৷

দিন কয়েক আগেই ভাগাড় কাণ্ডের এক চাঁই কওসর আলি ঢালিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তদন্তকারীদের কাছে জেরায় ধৃতরা মাংস সরবরাহের কথা স্বীকার করে নিয়েছে ৷ জানা গিয়েছে, বসিরহাটেও একটি মুরগির ফার্ম ছিল কওসরের ৷ সেখান থেকে মরা মুরগি আনা হত নিউটাউনে ৷ নিউটাউনের ফ্রিজারে রাখা হত মুরগি ৷

advertisement

আরও পড়ুন: মরা মুরগি বেচেই ফুলে ফেঁপে উঠেছিলেন কৃষক কওসর, খদ্দের টানতে দিতেন দেদার ছাড় !

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই তথ্য সামনে আসতেই সল্টলেক, নিউটাউনে বাড়ানো হল নজরদারি ৷ নজরদারি শুরু করল বিধাননগর কমিশনারেটের পুলিশ ৷ আজ শরাফত ও নাসিরুদ্দিনকে বারাকপুর আদালতে তোলা হবে ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভাগাড় কাণ্ড: নিউটানের নামী রেস্তোরাঁয় আসত মরা পশুর মাংস