আরও পড়ুন-অস্ট্রেলিয়াকে ওদের দেশে হারানোর এটাই সেরা সুযোগ: সৌরভ
সম্প্রতি শাহরুখের সুপারহিট ছবি ‘বাজিগর’-এর ২৫ বছর পূর্ণ হয়েছে ৷ সেই ছবির একটি ভিডিও ট্যুইটারে পোস্টও করেন শাহরুখ ৷ যা দেখে কমেন্ট করতে ভোলেননি রোহিত ৷ শাহরুখ তার জবাবে লেখেন, রোহিতের সঙ্গে বাজিগরের ‘ইয়ে কালি কালি আঁখে...’ গানে নাচবেন তিনি ৷ এই প্রস্তাবে উচ্ছ্বসিত রোহিত সঙ্গে সঙ্গেই দাবি করেন, ‘‘ অনুষ্ঠানটি যেন ইডেন গার্ডেন্সে হয় ৷ ’’
advertisement
ইডেন বরাবরই রোহিতের পছন্দের মাঠ ৷ এই মাঠে একাধিক রেকর্ড রয়েছে তাঁর ৷ ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এই মাঠেই তাঁর রয়েছে ৷ তাই শাহরুখের সঙ্গে নাচার জন্য ইডেনই প্রথম পছন্দ রোহিতের ৷
advertisement
Location :
First Published :
November 15, 2018 11:50 AM IST