TRENDING:

মোদি সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, দাবি সোনিয়ার

Last Updated:

টার্গেট ২০১৯ নির্বাচন ৷ সেই নির্বাচনে বিজেপিকে রুখতে নয়া রণকৌশল কী হতে পারে ? সেই রণকৌশল বাতলে নিতেই আজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের নবগঠিত কার্যকরী কমিটির বৈঠক হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: টার্গেট ২০১৯ নির্বাচন ৷ সেই নির্বাচনে বিজেপিকে রুখতে নয়া রণকৌশল কী হতে পারে ? সেই রণকৌশল বাতলে নিতেই আজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের নবগঠিত কার্যকরী কমিটির বৈঠক হয় ৷ সেই বৈঠকে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাসহ উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধীও ৷
advertisement

বিজেপিকে রুখতে নয়া রণকৌশলের খোঁজে বৈঠক করল কংগ্রেস ৷ সংসদের অ্যানেক্স হলে রাহুল গান্ধির নেতৃত্বে সিডব্লিউসি-র বৈঠক হয় ৷ সেই বৈঠকে সোনিয়া বলেন, বিজেপি-আরএসএসের সাংগঠনিক শক্তি আছে ৷ আর্থিক শক্তিতেও বলীয়ান বিজেপি-আরএসএস ৷ কৌশলী জোট গড়ে আমাদের লড়তে হবে ৷ গণতন্ত্রে সমমনোভাবপন্ন দলকে সঙ্গে নিতে হয় ৷ ব্যক্তিগত আকাঙ্খাকে দূরে সরিয়ে লড়তে হবে ৷ আরএসএসের আদর্শবিরোধী পথে লড়তে হবে ৷

advertisement

আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট বেঁধে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই এগোতে চাইছে কংগ্রেস, সেই বিষয়টি এদিন আরও একবার স্পষ্ট করে দিলেন সোনিয়া গান্ধী ৷ বলেন, ‘নরেন্দ্র মোদী সরকারের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ আমাদের দেশের গণতন্ত্র বাঁচানোর সময় এসেছে ৷’

দলের বরিষ্ঠ নেতা পি চিদম্বরমও ছিলেন এই বৈঠকে ৷ বিরোধী জোটের মধ্যে সবথেকে ‘বড় দল’ হতে চায় কংগ্রেস ৷ এমন একটি ইঙ্গিতও এদিন দিলেন চিদম্বরম ৷ বলেন, ১২ রাজ্যে আমাদের পার্টি শক্তিশালী ৷ সেখানে দলীয় শক্তি বাড়ানো যেতে পারে ৷ রাজ্যগুলিতে তিন গুণ শক্তি বাড়তে পারে ৷ এভাবেই কংগ্রেস ১৫০ আসনের লক্ষে পৌঁছবে ৷ বাকি রাজ্যে শক্তিশালীদের সঙ্গে জোট ৷ জোট বেঁধে লোকসভায় লড়বে কংগ্রেস ৷ এভাবে ৩০০ আসনে পৌঁছবে বিরোধীরা ৷ বিরোধী জোট সরকার তৈরি সম্ভব হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মোদি সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, দাবি সোনিয়ার