আরও পড়ুন: মু্ক্তির প্রথম দিনেই ২৫ কোটি টাকার ব্যবসা করল ‘বাঘি ২’
অনেকদিন পরে সেই কিমকেই আবার হঠাৎ দেখা গেল মুম্বইয়ের একটি ফ্যাশন শো’য়ে ৷ গত শুক্রবার ছিল কিমের বন্ধু ডিজাইনার নন্দিতা মহতানির ফ্যাশন শো ৷ এমনিতে র্যাম্প ওয়াকে একেবারেই দেখা যায় না কিমকে ৷ কিন্তু এ দিন বন্ধুর ফ্যাশন শো-তে র্যাম্প মাতালেন তিনিই ৷ নন্দিতার শো স্টপার হয়ে কিমকে দেখা গেল স্কিনি ব্ল্যাক জেগিন্স এবং ওয়ান শোল্ডার টপ-এ ৷
advertisement
আরও পড়ুন:ফুটবল খেলতে গিয়ে কাঁধে চোট পেলেন রণবীর
বছর দেড়েক আগে বিবাহ বিচ্ছেদ ইস্যুতে খবরের শিরোনামে এসেছিলেন কিম ৷ হোটেল ব্যবসায়ী আলি পুঞ্জানির সঙ্গে তাঁর বিচ্ছেদ হয় ২০১৭-র নভেম্বরে ৷ এরপর ফ্যাশন ডিজাইনার অর্জুন খান্নার সঙ্গে বেশ কিছুদিন ডেট করেন নায়িরকা ৷ তবে শোনা যাচ্ছে সেই সম্পর্কেও নাকি দাড়ি পড়ে গিয়েছে ৷
এ বছর ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে করণ জোহরের ‘সিঙ্গল’স ওনলি’ পার্টিতেও উপস্থিত ছিলেন তিনি ৷