আরও পড়ুন: খদ্দের সেজে মোবাইল কিনতে এসে মোবাইল চুরির চেষ্টা
গ্রামবাসীরা জানান, সোমবার সন্ধেয় এক ব্যক্তিকে দুই বস্তা চাল নিয়ে যেতে দেখেন। সন্দেহ হওয়ায় তাঁকে আটকানো হয়। ক্রেতা বিনয় দে জানান, আগেও রেশন থেকে চাল কিনেছেন তিনি। এরপরই পরেশচন্দ্র মাহাতর রেশন দোকানে চড়াও হন গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে পড়ে পুলিশ।
advertisement
আরও পড়ুন: দুর্ঘটনা থেকে বাঁচতে অত্যাধুনিক প্রযুক্তি, তবুও কিভাবে মৃত্যু ফেরারির আরোহী শিবাজীর !
২০১০ সালেও এই রেশন ডিলারের বিরুদ্ধে চাল ও তেল বিক্রির অভিযোগ উঠেছিল। রেশন ডিলারকে গতকালই গ্রেফতার করে পুলিশ। আজ গ্রেফতার করা হয়েছে ক্রেতা বিনয় দে'কে। দোকানটি সিল করেছে পুলিশ।
Location :
First Published :
June 05, 2018 12:21 PM IST