TRENDING:

কাল থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির প্রভাব

Last Updated:

প্যাঁচপ্যাঁচে গরমের পর এখন অনেকটাই স্বস্তিতে শহরবাসী ৷ গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে রেকর্ড পকেটে পুড়েছে বৃষ্টি ৷ ১০ বছরের মধ্যে একদিনে এত বৃষ্টি হয়নি কলকাতায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্যাঁচপ্যাঁচে গরমের পর এখন অনেকটাই স্বস্তিতে শহরবাসী ৷ গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে রেকর্ড পকেটে পুড়েছে বৃষ্টি ৷ ১০ বছরের মধ্যে একদিনে এত বৃষ্টি হয়নি কলকাতায় ৷ তবে, এই লাগাতার বৃষ্টি এবার কমতে চলেছে ৷ বৃহস্পতিবার থেকে দক্ষিনবঙ্গে লাগাতার বৃষ্টি কমবে । এমনটাই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ৷
advertisement

আরও পড়ুন:লক্ষ্য ২০১৯ ! দু’দিনের বঙ্গ সফরে কলকাতায় পৌঁছলেন অমিত শাহ

উপকূলের তিন জেলা ছাড়া ভারীবৃষ্টির সম্ভাবনা নেই । কাল থেকে আবহাওয়ার উন্নতি হবে অনেকটাই । তবে, গরম কি বাড়বে সেই নিয়ে এখনও কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর ৷ তবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে ৷ তবে, ৩০ জুন থেকে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হাওয়া অফিসের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর দিন দিঘার জগন্নাথ মন্দিরে বিশেষ পুজো, প্রদীপে-প্রদীপে প্রজ্বলিত মন্দির চত্বর
আরও দেখুন

আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বাংলাদেশ থেকে পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷ তার জেরেই দক্ষিণবঙ্গ লাগাতার বৃষ্টি চলছিল ৷ কিন্তু সেই ঘূর্ণাবর্ত সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমছে ৷ তবে, উত্তরবঙ্গের বৃষ্টি পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা রয়েছে ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
কাল থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির প্রভাব