TRENDING:

জুরি থেকে জনপ্রিয় চয়েস, সবেতেই বাজিমাত রেনবো জেলির

Last Updated:

রামধনুর রঙ যেন আরও গাঢ় হল ৷ কলকাতা ছেড়ে হায়দ্রাবাদেও সাড়া ফেলল রেনবো জেলি ৷ হায়দ্রাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ ছবির সম্মান পেল এই ছবি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ রামধনুর রং যেন আরও গাঢ় হল ৷ কলকাতা ছেড়ে হায়দরাবাদ সাড়া ফেলল রেনবো জেলি ৷ হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ ছবির সম্মান পেল এই ছবি ৷ পপুলার চয়েস এবং জুরিদের পছন্দের ছবি হিসেবে সম্মানিত হয়েছে সৌকর্য ঘোষালের ছবি ৷ অর্থাৎ দুটি বিভাগেই সেরা রেনবো জেলি ৷
advertisement

'এটাই দারুণ লাগছে ৷ দুটি ক্যাটাগরির সম্মানই প্রমাণ করছে রেনবো জেলির গ্রহণযোগ্যতা ৷ শুধুমাত্র জুরিদের সম্মান পেলে মনে হত ভাল ছবি তো বানালাম কিন্তু দর্শকরা সেভাবে পছন্দ করল না ৷ কিন্তু পপুলার ক্যাটাগরির পুরস্কারে স্পষ্ট সাধারণ মানুষও পছন্দ করেছে ছবিটি ৷ এই কারণেই তো ছবি বানানো ৷ পরিচালক হিসেবে চিরকালই এমন ছবিই বানাতে চাই ৷'

advertisement

বলছেন পরিচালক সৌকর্য ৷

আরও পড়ুনসোনমের সঙ্গে আনন্দ, করিনার সঙ্গে সইফ, লন্ডনে একা করিশ্মা !

এছাড়াও আরও তিনটি পুরস্কার রেনবো জেলির ঝুলিতে ৷ সেরা অভিনেতা (পপুলার চয়েস) পেয়েছে ছবির নায়ক মহাব্রত বসু ৷ ছবিতে ঘোঁতনের ভূমিকায় মহাব্রতর অভিনয় অনবদ্য ৷ সেরা স্ক্রিন প্লের পুরস্কার পেয়েছেন সৌকর্য ও সেরা সম্পাদক অর্ঘ্যকমল মিত্র ৷ হায়দরাবাদের বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে রেনবো জেলি হাউজফুল হওয়াতে দারুণ খুশি পরিচালক ৷ এছাড়াও কলকাতার নন্দনে চলছে ছবিটি ৷ সপ্তাহান্তে হল ছিল প্রায় কানায় কানায় ভর্তি ৷ সব মিলিয়ে রেনবো জেলির বাজার এখন জমজমাট ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আরও পড়ুন বাইরে তখন অঝোরে বৃষ্টি, আর ঘরে শুভশ্রীর স্বপ্নপূরণ করলেন রাজ

বাংলা খবর/ খবর/বিনোদন/
জুরি থেকে জনপ্রিয় চয়েস, সবেতেই বাজিমাত রেনবো জেলির