TRENDING:

সন্ধের মধ্যে রাজ্যে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি

Last Updated:

আগামী সন্ধ্য়ের মধ্যে রাজ্যে ধেয়ে আসছে ঝড় ৷ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি ৷ আলিপুর আবহাওয়ার তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সন্ধের মধ্যে রাজ্যে ধেয়ে আসছে ঝড় ৷ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি ৷ আলিপুর আবহাওয়ার তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে ৷ হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুরসহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ঝড় বৃষ্টির পূর্বাভাস ৷
advertisement

আরও পড়ুন: দমদম সেন্ট্রাল জেলে প্রেমিককে মাদক পাচার করতে গিয়ে আটক কলেজছাত্রী

সোমবারই শহরে ঢুকেছে বর্ষা । মঙ্গলবার দুপুরে বজ্রবিদ্যুৎসহ তুমুল বৃষ্টিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে পড়ে ৷ যার জেরে যান চলাচল ব্যহত হয় ৷ আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল কলকাতায় প্রবেশ করেছে মৌসুমি বায়ু ৷ আর এই মৌসুমি বায়ুর প্রভাবেই বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

তবে আলিপুর আবহাওয়া দফতরের নতুন পূর্বাভাস অনুযায়ী, শুধু কলকাতাতেই নয়, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদীয়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও সিকিমেও ঢুকেছে মৌসুমি বায়ু ৷ আর এর জেরেই শুরু প্রবল বৃষ্টিপাত ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
সন্ধের মধ্যে রাজ্যে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি