তবে ভ্যাপসা গরম, প্যাচপ্যাচে ঘাম, ঘামের প্রকোপ থেকে কিছুটা নিষ্কৃতি পেয়েছেন মানুষ ৷ প্রায় গত ১৫ দিনে নামমাত্র সূর্যের মুখ দেখেছে বঙ্গবাসী ৷ সপ্তাহের শেষেও বৃষ্টির সতর্কতা যেন অস্বস্তিকর গরমকে খানিকটা দূরে সরিয়ে বজায় রাখবে ৷ বৃষ্টির রেশ বজায় রাখারই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
আগামী ২ থেকে ৩ ঘণ্টায় কলকাতা সহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস ৷ বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ কোথও কোথাও ভারী দু'এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে ৷ আবহাওয়া দফতর ৷
advertisement
তবে এই বৃষ্টিপাতের ফলে তেমন কোনও বিশেষ সতর্কতা জারি না করলেও ৷ স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ যে সমস্ত এলাকায় একটু বৃষ্টিতেই জল জমে যায় সেই সমস্ত এলাকার দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পুর ও পঞ্চায়েত প্রতিনিধিদের নিজের এলাকায় নজর রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷