আরও পড়ুন: রেল দুর্ঘটনা রুখতে IIT-র পড়ুয়ারা তৈরি করলেন রোবট
বিষ্ণুকান্ত শুক্ল নামে অবসরপ্রাপ্ত অধ্যাপক ২০১৩ সালে ট্রেনের টিকিট কাউন্টার থেকে কানৌজ যাওয়ার টিকিট বুক করেন ৷ কিন্তু ২০১৩ সালের বদলে শুক্লাবাবুর টিকিটে লেখা ছিল ৩০১৩ ৷ অথার্ৎ এক হাজার বছর পরের টিকিট ৷
আরও পড়ুন: পুরনো খরের কাগজের মধ্যে মিলল কয়েক হাজার আধার কার্ড !
advertisement
উপভোক্তা আদালতে বিষয়টি তোলা হলে রেলের তরফে সাফাইয়ে বলা হয় যে যাত্রীর ট্রেনে ওঠার আগে টিকিট চেক করে নেওয়া উচিৎ ৷ তবে রেলের এই যুক্তিকে নস্যাৎ করে দেয় আদালত ৷ তাদের মতে রেলের কর্মীর ভুলের জন্য শুক্লাবাবুকে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা হতে হয়েছে ৷ এর জেরে রেলকে ১০০০০ টাকা ক্ষতিপূরণে নির্দেশ দেওয়া হয় ৷
advertisement
Location :
First Published :
June 15, 2018 11:48 AM IST