TRENDING:

৩০১৩ সালের টিকিট ! রেলের গাফিলতিতে হেনস্থার শিকার বৃদ্ধ, রেলকে ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

Last Updated:

টিকিট কেটে নির্দিষ্ট ট্রেনে উঠেছিলেন বৃদ্ধ অধ্যাপক ৷ কিন্তু টিকেট পরীক্ষক টিকিট দেখতে চাইলে বিপাকে পড়তে হয় অধ্যাপককে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সহারানপুর: টিকিট কেটে নির্দিষ্ট ট্রেনে উঠেছিলেন বৃদ্ধ অধ্যাপক ৷ কিন্তু টিকেট পরীক্ষক টিকিট দেখতে চাইলে বিপাকে পড়তে হয় অধ্যাপককে ৷ সবই ঠিক ছিল কিন্তু টিকিট ছিল ১ হাজার বছর পরের দিনের ৷ এর জেরে ৮০০ টাকা জরিমান চায় টিকিট পরীক্ষক ৷ কিন্তু ভুলটা তো রেল কর্মীরা করেছিল ৷ তাহলে কেন জরিমানা দেবেন ? এই প্রশ্ন তুলেছিলেন বৃদ্ধ ৷ এরপর তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় ৷ এরপর ন্যায়বিচার চেয়ে উপভোক্তা আদালতের দ্বারস্থ হন অধ্যাপক ৷ বৃদ্ধের হেনস্থার কথা মাথায় রেখে অধ্যাপককে ১০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে উপভোক্তা আদালত ৷
advertisement

আরও পড়ুন: রেল দুর্ঘটনা রুখতে IIT-র পড়ুয়ারা তৈরি করলেন রোবট

বিষ্ণুকান্ত শুক্ল নামে অবসরপ্রাপ্ত অধ্যাপক ২০১৩ সালে ট্রেনের টিকিট কাউন্টার থেকে কানৌজ যাওয়ার টিকিট বুক করেন ৷ কিন্তু ২০১৩ সালের বদলে শুক্লাবাবুর টিকিটে লেখা ছিল ৩০১৩ ৷ অথার্ৎ এক হাজার বছর পরের টিকিট ৷

আরও পড়ুন: পুরনো খরের কাগজের মধ্যে মিলল কয়েক হাজার আধার কার্ড !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উপভোক্তা আদালতে বিষয়টি তোলা হলে রেলের তরফে সাফাইয়ে বলা হয় যে যাত্রীর ট্রেনে ওঠার আগে টিকিট চেক করে নেওয়া উচিৎ ৷ তবে রেলের এই যুক্তিকে নস্যাৎ করে দেয় আদালত ৷ তাদের মতে রেলের কর্মীর ভুলের জন্য শুক্লাবাবুকে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা হতে হয়েছে ৷ এর জেরে রেলকে ১০০০০ টাকা ক্ষতিপূরণে নির্দেশ দেওয়া হয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
৩০১৩ সালের টিকিট ! রেলের গাফিলতিতে হেনস্থার শিকার বৃদ্ধ, রেলকে ক্ষতিপূরণের নির্দেশ আদালতের