সনিয়ার চালে কর্নাটকে ব্যাকফুটে চলে গিয়েছিল বিজেপি। কিন্তু তারপরই কামব্যাক। মধ্যরাতে সুপ্রিম কোর্টের শুনানি আর তারপর সকালে বিএস ইয়েদুরাপ্পার শপথের পর মুখ খুললেন কংগ্রেস সভাপতি। বৃহস্পতিবার রায়পুরে কংগ্রেস সভাপতি জানান,
পাকিস্তান ও আফ্রিকার দেশগুলিতে এমন হয়। সত্তর বছরে এই প্রথম বার ভারতে এমন ছবি দেখতে হচ্ছে। বিজেপির নেতৃত্বে একনায়কতন্ত্র চলছে। সাংবিধানিক পদে সঙ্ঘের লোক বসিয়ে দেশকে কব্জা করতে চাইছে বিজেপি।
advertisement
বিজেপিকে বিঁধতে রায়পুরে কৃষকদের সভায় রাহুলের হাতিয়ার সম্প্রতি সুপ্রিম কোর্টে বিচারপতিদের বিদ্রোহ।
রাহুলের মন্তব্যকে পালটা ফিরিয়ে দিয়েছে বিজেপি। ইতিহাসের পাতা ঘেঁটে গেরুয়া শিবির তুলে ধরেছে উনিশশো ছেষট্টি সালে রাজস্থান বিধানসভার ফল। ইন্দিরা জমানায় কী ভাবে মরু রাজ্যে ক্ষমতায় এসেছিল কংগ্রেস, সেই পরিসংখ্যান দিয়েই পালটা আক্রমণ বিজেপি'র।