মুখ্যমন্ত্রী রমন সিং এর অঞ্চল রাজনন্দগাও এ নির্বাচনী জনসভায় এই ইস্তাহার প্রকাশ করেছেন রাহুল । ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যেই কৃষি ঋণ মকুব সংক্রান্ত বিষয় নিয়ে কাজ শুরু হবে । খাদ্যশস্যের ন্যূনতম সহায়ক মূল্যও নির্ধারণ করে দিয়েছেন তিনি । ধানের সহায়ক মূল্য হবে কুইন্টাল প্রতি ২,৫০০ টাকা ও ভুট্টার মূল্য প্রতি কুইন্টাল ১,৭০০ টাকা ।৬০ বা তার বেশি বয়সী কৃষিজীবিদের জন্য পেনশনের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন রাহুল ।
advertisement
রাজীব যোজনার আওতায় প্রায় ১০ লক্ষ বেকারকে মাসিক ভাতা দেওয়া হবে । এছাড়াও পরিবারপিছু প্রতি মাসে মাত্র ১ টাকায় ৩৫ কেজি চাল দেওয়া হবে । স্বনির্ভরতা ও নগরোন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে, জানিয়েছেন রাহুল।
Location :
First Published :
November 10, 2018 7:46 AM IST