TRENDING:

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির বিমান, একাধিক যান্ত্রিক ত্রুটি ছিল, তদন্তের দাবি কংগ্রেসের

Last Updated:

বড়সড় দুর্ঘটনার হাত তেকে রক্ষা পেল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বিমান ৷ বৃহস্পতিবার দিল্লি থেকে প্রচারের কাজে একটি চার্টার্ড বিমানে কর্ণাটকে যাচ্ছিলেন রাহুল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বড়সড় দুর্ঘটনার হাত তেকে রক্ষা পেল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বিমান ৷ বৃহস্পতিবার দিল্লি থেকে প্রচারের কাজে একটি চার্টার্ড বিমানে কর্ণাটকে যাচ্ছিলেন রাহুল ৷ সঙ্গে ছিলেন আরও চারজন ৷ কর্ণাটকের হুবলি বিমানবন্দরে নামার আগেই দুর্ঘটনার কবলে পড়ে রাহুলের বিমান ৷
advertisement

আর কয়েকদিন পরেই কর্ণাটকে ভোট ৷ ২০১৯-এর লোকসভার আগে কর্ণাটক বিধানসভার দিকে তাকিয়ে আছে গোটা ভারতের রাজনৈতিক শিবির ৷ বিজেপি-কংগ্রেস লড়াইয়ের জল মাপা শুরু হবে এই ভোট থেকেই ৷ সে কারণেই উত্তর কানাড়া, দক্ষিণ কানাড়া, কোদাগু ও মাইসোরের কংগ্রেস প্রার্থীদের জন্য প্রচারে যাচ্ছিলেন দলের সেনাপতি ।

আরও পড়ুন: সাগর ঘোষ হত্যা মামলায় ২জনের যাবজ্জীবন কারাদণ্ড

advertisement

কিন্তু বিমানবন্দরের মাটি ছোঁয়ার আগেই বিগড়ে যায় বিমান ৷ হঠাৎই হু হু করে নেমে যেতে থাকে নীচে ৷ বিমানকর্মীরা জানান, আটোপাইলট মোডটি ঠিক মতেো কাজ করছে না ৷ তার জেরেই প্রবলভাবে কাঁপতে থাকে বিমান ৷ ভয় পেয়ে যান বিমাকর্মীরাও ৷ শেষ পর্যন্ত তিন বারের চেষ্টায় মাটি ছুঁতে সক্ষম হয় সেটি ৷

advertisement

আরও পড়ুন:গুরুগ্রামে নামাজ পড়া থেকে উৎখাত করে গ্রেফতার দুষ্কৃতিরা

এরপরেই ঘটনার তদন্ত দাবি করে কংগ্রেস ৷ কংগ্রেস নেতা কৌশল বিদ্যার্থী পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ কংগ্রেসের দাবি এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে ৷ তা না হলে আবহাওয়া ও হাওয়ার গতিবেগ সম্পূর্ণ স্বাভাবিক থাকার পরেও কী করে এ রকম দুর্ঘটনা ঘটে ? কেউ ইচ্ছে করে যান্ত্রিক ত্রুটি ঘটিয়ে থাকলে তার উপযুক্ত তদন্ত হওয়া উচিত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূরযওয়ালা বলেন, ‘‘খুব বড় বিপদের হাত থেকে সকলে বেঁচে ফিরে এসেছেন ৷ বিস্তারিত বিবরণসহ অভিযোগ দায়ের করা হয়েছে ৷ কেন এ ধরণে ঘনা ঘটল খতিয়ে দেখতে হবে ৷’’

বাংলা খবর/ খবর/দেশ/
দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির বিমান, একাধিক যান্ত্রিক ত্রুটি ছিল, তদন্তের দাবি কংগ্রেসের