রাফাল অডিও টেপ নিয়ে রাহুলের অভিযোগকে উড়িয়ে সংসদে পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বক্তব্য, 'অডিও টেপ-টি পুরোপুরি ভুয়ো৷ সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কথা বলছে কংগ্রেস৷ গোয়ার মুখ্যমন্ত্রীও এই অভিযোগ অস্বীকার করেছেন৷ গোয়ার স্বাস্থ্যমন্ত্রীও মুখ খুলেছেন৷ তিনিও এই অভিযোগের তদন্ত দাবি করেছেন৷'
advertisement
কংগ্রেসের বিরুদ্ধেই পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে জেটলি বলেন, 'অনেকের সত্যতা অস্বীকার করার প্রবণতা থাকে৷ ন্যাশনাল হেরাল্ড দুর্নীতিতে যুক্ত কংগ্রেস৷ বফর্স কেলেঙ্কারিতে জড়িত কংগ্রেস৷ মা-ছেলের নাম জড়িয়েছে দুর্নীতিতে৷ তাঁরাই এখন প্রতিরক্ষা নিয়ে কথা বলছেন৷'
Location :
First Published :
January 02, 2019 4:31 PM IST