TRENDING:

প্রকাশ্যে এই জিনিসটা খেতে পারবেন না মেগান, হুকুম জারি করলেন রানি

Last Updated:

এখন আর তিনি সাধারণ মেয়ে নন, এমনকি অভিনেত্রীর পরিচয়ও অতীত ৷ এখন রাজবধূর মুকুট উঠেছে মেগান মার্কেলের মাথায় ৷ নামের সামনে জুড়ে গিয়েছে ‘ডাচেস অব সাসেক্স’-এর মতো গালভরা অলঙ্কার ৷ ফলে নিয়মের বেড়াজাল ভালই আষ্টেপৃষ্ঠে ধরেছে মেগানকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: এখন আর তিনি সাধারণ মেয়ে নন, এমনকি অভিনেত্রীর পরিচয়ও অতীত ৷ এখন রাজবধূর মুকুট উঠেছে মেগান মার্কেলের মাথায় ৷ নামের সামনে জুড়ে গিয়েছে ‘ডাচেস অব সাসেক্স’-এর মতো গালভরা অলঙ্কার ৷ ফলে নিয়মের বেড়াজাল ভালই আষ্টেপৃষ্ঠে ধরেছে মেগানকে ৷
advertisement

এবার তাঁর খাবারদাবারের উপরেও রীতিমতো নিষেধাজ্ঞা জারি করলেন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ এমনিতেই রাজপরিবারের রান্নাঘরও যথেষ্ট কড়াকড়িতে আবদ্ধ ৷ অনেক খাবারই ব্রাত্য সেখানে ৷ তেমনই রাজবাড়ির নিয়ম অনুযায়ী, রাজপরিবারের সদস্যরা সব খাবারও খেতে পারেন না প্রকাশ্যে ৷ এই তালিকায় অন্যতম কালপ্রিট রসুন ৷ রাজপরিবারে নাম লেখালেই ভুলে যেতে হবে রসুন খাওয়া ৷ এটাই কেনসিংটন প্যালেসের নিয়ম ৷ আর এই কারণেই মেগানকে প্রকাশ্যে রসুন খেতে নিষেধ করলেন খোদ মহারানি !

advertisement

আরও পড়ুন: রাজবাড়ির বউ, তাই এগুলো আর করতে পারবেন না মেগান

তবে সেটা শুধুমাত্র রানির অপছন্দের বলে নয়, রসুনের খারাপ গন্ধের জন্যই নাকি রাজপরিবারের সদস্যদের প্রকাশ্যে রসুন খাওয়া মানা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শোনা যায়, রানি দ্বিতীয় এলিজাবেথ নাকি রসুন বস্তুটাই পছন্দ করেন না ৷ আর শুধুমাত্র সেই কারণেই রসুনের নো এন্ট্রি রাজবাড়িতে ৷ একবার রয়্যাল সেফ ডারেন ম্যাক গ্র্যাডি একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন এই কথা ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রকাশ্যে এই জিনিসটা খেতে পারবেন না মেগান, হুকুম জারি করলেন রানি