এবার তাঁর খাবারদাবারের উপরেও রীতিমতো নিষেধাজ্ঞা জারি করলেন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ এমনিতেই রাজপরিবারের রান্নাঘরও যথেষ্ট কড়াকড়িতে আবদ্ধ ৷ অনেক খাবারই ব্রাত্য সেখানে ৷ তেমনই রাজবাড়ির নিয়ম অনুযায়ী, রাজপরিবারের সদস্যরা সব খাবারও খেতে পারেন না প্রকাশ্যে ৷ এই তালিকায় অন্যতম কালপ্রিট রসুন ৷ রাজপরিবারে নাম লেখালেই ভুলে যেতে হবে রসুন খাওয়া ৷ এটাই কেনসিংটন প্যালেসের নিয়ম ৷ আর এই কারণেই মেগানকে প্রকাশ্যে রসুন খেতে নিষেধ করলেন খোদ মহারানি !
advertisement
আরও পড়ুন: রাজবাড়ির বউ, তাই এগুলো আর করতে পারবেন না মেগান
তবে সেটা শুধুমাত্র রানির অপছন্দের বলে নয়, রসুনের খারাপ গন্ধের জন্যই নাকি রাজপরিবারের সদস্যদের প্রকাশ্যে রসুন খাওয়া মানা ৷
শোনা যায়, রানি দ্বিতীয় এলিজাবেথ নাকি রসুন বস্তুটাই পছন্দ করেন না ৷ আর শুধুমাত্র সেই কারণেই রসুনের নো এন্ট্রি রাজবাড়িতে ৷ একবার রয়্যাল সেফ ডারেন ম্যাক গ্র্যাডি একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন এই কথা ৷