খেলার ফল ২১-১৭, ১৫-২১, ২১-১০ ৷ দ্বিতীয় গেমে জাপানের আকানে ইয়ামাগুচি একটা লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিলেন কিন্তু সিন্ধুর স্কিলের সামনে ফিকে পরে যায় তাঁর পারফরম্যান্স ৷ ১ ঘন্টা ২ মিনিটের লড়াইয়ের শেষে রুপো নিশ্চিত করে ফেললেন সিন্ধু ৷
প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের ফাইনালে পৌঁছলেন তিনি ৷ সেমিফাইনালে জিতে সিন্ধু জানিয়েছেন, ‘‘প্রথম গেমে আমি ভালো খেলেছি, কিন্তু দ্বিতীয় সেটটা খুব একটা ভালো ছিল না ৷ কিন্তু তৃতীয় সেটটা ভালোভাবে ফিরে আসতে পেরেছি ৷ ইয়ামাগুচি খুব শক্ত প্রতিপক্ষ ৷
advertisement
আরও পড়ুন - ৩৬ বছরের খরা ৩৬ মিনিটে কাটালেন সাইনা নেহওয়াল
এদিকে ফাইনালে সিন্ধুর সামনে সাইনা কে হারিয়ে উঠে আসা এক নম্বর শাটলার চাইনিজ তাইপেইয়ের তাই তুজু ইয়াং৷ ফলে রুপোকে সোনায় পরিণত করতে হলে লড়াইটা যে নিঃসন্দেহে কঠিন হবে তা বলাই যায় ৷
Etch this day in the history books for the first Indian makes it into #Badminton Finals in #AsianGames. In a match of #TopSeeds, #PVSindhu dominates the the better of #AkaneYamaguchi to storm into Finals of the Women's Singles. #Congratulation @Pvsindhu1advertisement
Location :
First Published :
August 27, 2018 1:33 PM IST