২৭ ফেব্রুয়ারি রবিবার রাজ্য জুড়ে পৌর নির্বাচন। পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে ওই দিন। তাম্রলিপ্ত পৌরসভা, কাঁথি পৌরসভা ও এগরা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। কুড়ি ওয়ার্ড বিশিষ্ট তাম্রলিপ্ত পৌরসভায় শাসকদল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল। ভোট যত এগিয়ে আসছে ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থীরা প্রচারে জোর দিয়েছে। শাসক, প্রধান বিরোধী দল ও অন্যান্য দল সবাই ব্যস্ত প্রচার পর্ব সেরে ফেলতে। কোথাও তারকা প্রচার কোথাও অভিনব প্রচার। তমলুক শহরের বুকে অভিনব প্রচার মিছিল আয়োজিত হয় কুড়ি নম্বর ওয়ার্ডে। মহিলা কর্মীরা লক্ষ্মীর ভাণ্ডার হাতে মিছিলে অংশগ্রহণ করে। প্রার্থীর সমর্থনে একটি জনসভায় যোগ দেয়ার আগে মিছিল অনুষ্ঠিত হয় তমলুক শহরের কুড়ি নম্বর ওয়ার্ডে। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী। তিনি জানান, "মানুষের উন্মাদনায় তিনি আপ্লুত। মহিলারা স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্মীর ভাণ্ডার হাতে মিছিলে অংশগ্রহণ করেছে। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ বিরোধীদেরকে দূরে ঠেলে দিয়েছে। বিরোধীদের দেখা যাচ্ছে না"
advertisement