প্রখর গ্রীষ্মে প্যাচপ্যাচে গরমে শহরবাসীর স্বস্তি আনে রূপনারায়ণ নদের উন্মুক্ত বাতাস। তাই তমলুক শহরবাসীর দীর্ঘদিনের দাবি, শহরে একটি পার্ক গড়ে উঠুক। তমলুক শহররাসীর সেই দাবিকে মান্যতা দিতে চলেছে তাম্রলিপ্ত পৌরসভা। পৌরসভার উদ্যোগে সৌন্দর্যায়নে জোর দেওয়া হয়েছে। তাম্রলিপ্ত পৌরসভা, রূপনারায়ণ নদের পাড়ে পার্ক করতে উদ্যোগী। প্রাথমিকভাবে রূপনারায়ণের তীরবর্তী এলাকায় জমি খোঁজা শুরু করেছে পৌরসভা। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় জানিয়েছেন, 'শহরের সৌন্দর্যায়নে দেওয়া হয়েছে জোর। শহরবাসীর জন্য রূপনারায়ণ নদের পাড়ে একটি পার্ক তৈরির চিন্তাভাবনা করা হয়েছে। বর্তমানে জমি খোঁজার কাজ শুরু হয়েছে। জমি খুঁজে পেলেই পার্ক তৈরির কাজ শুরু হবে।'
advertisement
Location :
First Published :
Apr 25, 2022 5:15 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: হাল ফিরবে তমলুকের রূপনারায়ণ নদীর তীরের, সৌন্দর্যায়নে জোর প্রশাসনের