সন্ধ্যা গড়িয়ে রাত নামার পর থেকে মন্দিরে আবারো ভিড় লক্ষ্য করা যায় এই বিশেষ পুজো পাঠ ঘিরে। পুজো পাঠের অঙ্গ হিসাবে সম্পন্ন হয় বলি। মায়ের উদ্দেশ্যে পাঁঠা বলি নিবেদন করে ভক্তরা। মন্দিরে কালী পূজা উপলক্ষে বিশেষ হোম যজ্ঞের আয়োজন করা হয়। হোম যজ্ঞের শেষে ১০৮ টি প্রদীপ জ্বালানো হয় প্রথা অনুযায়ী। বহু ভক্তরা প্রদীপ জ্বালানোর জন্য সারারাত ধরে মন্দিরে অপেক্ষা করে। সবশেষে ভক্তদের দেওয়া হয় মায়ের বিশেষ প্রসাদ।
advertisement
Saikat Shee
Location :
First Published :
October 25, 2022 11:39 AM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Kali Puja 2022: কালী পূজার রাতে বিশেষ পূজা অর্চনা ও প্রদীপ দান বর্গভীমা মন্দিরে