TRENDING:

Kali Puja 2022: কালী পূজার রাতে বিশেষ পূজা অর্চনা ও প্রদীপ দান বর্গভীমা মন্দিরে

Last Updated:

কালী পূজার রাতে সারারাত্রি ধরে চলে বর্গভীমা মন্দিরে বিশেষ পুজোপাঠ হোম এবং সবশেষে মন্দিরে প্রদীপ জ্বালানো। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা। বছরের সব দিন পূজোপাট হয় এই মন্দিরে। তবে মন্দিরের নিয়ম অনুসারে বিশেষ বিশেষ স্মৃতিতে বিশেষ রূপে পূজিত হয় দেবী বর্গভীমা মা। সেরকম একটি তৃতীয় হল দীপান্বিতা অমাবস্যা বা কালী পূজা। কালীপূজা উপলক্ষে রাজবেশে পুজিত হন দেবী বর্গভীমা। ২৪ অক্টোবর সোমবার সারাদিন ধরে বর্গভীমা মন্দিরে ভক্তদের সমাগম মন্দিরে পুজো দেওয়ার জন্য। বিকেলের পর শুরু হয় কালীপূজা উপলক্ষে দেবী বর্গমিমা মন্দিরের বিশেষ পুজো। তৃতীয় নিয়ম অনুসারে সারা রাত্রি ধরে চলে পূজা পাঠ। ষোড়শ উপাচারে পুজিত হয় দেবী বর্গভীমা।
advertisement

সন্ধ্যা গড়িয়ে রাত নামার পর থেকে মন্দিরে আবারো ভিড় লক্ষ্য করা যায় এই বিশেষ পুজো পাঠ ঘিরে। পুজো পাঠের অঙ্গ হিসাবে সম্পন্ন হয় বলি। মায়ের উদ্দেশ্যে পাঁঠা বলি নিবেদন করে ভক্তরা। মন্দিরে কালী পূজা উপলক্ষে বিশেষ হোম যজ্ঞের আয়োজন করা হয়। হোম যজ্ঞের শেষে ১০৮ টি প্রদীপ জ্বালানো হয় প্রথা অনুযায়ী। বহু ভক্তরা প্রদীপ জ্বালানোর জন্য সারারাত ধরে মন্দিরে অপেক্ষা করে। সবশেষে ভক্তদের দেওয়া হয় মায়ের বিশেষ প্রসাদ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Kali Puja 2022: কালী পূজার রাতে বিশেষ পূজা অর্চনা ও প্রদীপ দান বর্গভীমা মন্দিরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল