লাগাতার পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মহিষাদল পঞ্চায়েত সমিতির সকল সদস্যের উপস্থিতিতে এবং মহিষাদল পঞ্চায়েত সমিতির প্রতিটি গ্রাম পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে প্রতিবাদস্বরূপ অভিনব সাইকেল মিছিল আয়োজন করা হয়। মহিষাদলের সিনেমা মোড় থেকে শুরু হয়ে মহিষাদল পঞ্চায়েত সমিতির অফিস পর্যন্ত এসে মিছিল শেষ হয়। এদিনের এই প্রতিবাদ সাইকেল মিছিলে নেতৃত্ব দেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা মহিষাদল এর বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। তিনি জানান, ''প্রতিদিনই জ্বালানি তেলের দাম বাড়ছে। জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ রাখার কোনো হেলদোল নেই কেন্দ্র সরকারের। জ্বালানি তেলের দাম বাড়ায় নাজেহাল সাধারণ মানুষজন। এদিন থেকে শুরু করে এরপর থেকে বেশ কিছুদিন ধরেই আমি এবং পঞ্চায়েত সমিতির সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান অফিসে আসব সাইকেল চালিয়ে।''
advertisement