পঁচেট: সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু হল। রাষ্ট্রীয় মুক্ত জনশিক্ষা পরিষদের উদ্যোগে এই আয়োজন। মূলত দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীর কথা ভেবে রাষ্ট্রীয় মুক্ত জন শিক্ষা পরিষদের উদ্যোগে সোমবার থেকে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু'নম্বর ব্লকের পঁচেটে শুরু হল বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় মুক্ত জনশিক্ষা পরিষদের অ্যাডভাইজার কৃষ্ণেন্দু মাইতি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কো-অর্ডিনেটর সৌভিক কর, পঁচেটগড় হাইস্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শক্তিপদ বেরা, পঁচেটগড় অনাদিনন্দন শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক কৃষ্ণপদ পন্ডা,পঁচেটগড় হাইস্কুলের ভূগোল বিভাগের শিক্ষক রামকৃষ্ণ দিন্ডা, ভূগোল বিভাগের শিক্ষক সুমিতরঞ্জন শীট সহ অন্যান্যরা।