লক্ষণ শেঠের বর্তমানে ৭৮ বছর বয়স৷ ২০১৬ তাঁর প্রথম স্ত্রী এবং মহিষাদলের প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের মৃত্যু হয়৷ লক্ষণ এবং তমালিকার দুই ছেলেও রয়েছে৷ লক্ষণ শেঠ জানিয়েছেন, প্রথম স্ত্রীর মৃত্যুর পর থেকেই প্রবল একাকিত্বে ভুগছিলেন তিনি৷ সেই কারণেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷
যদিও এই মুহূর্তে নিজের দ্বিতীয় স্ত্রীর পরিচয় বা বিয়ের ছবি প্রকাশ করেননি লক্ষণ শেঠ৷ তবে প্রাক্তন সাংসদ জানিয়েছেন, কয়েকদিন আগেই এক বন্ধুর মাধ্যমে নিজের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পরিচয় হয় তাঁর৷ কয়েকদিনের আলাপেই বিয়ে করার সিদ্ধান্ত নেন দু জনে৷ লক্ষণ শেঠের দ্বিতীয় স্ত্রী কলকাতার একটি নামী পাঁচ তারা হোটেলে উচ্চ পদে কর্মরত বলেও জানা গিয়েছে৷
advertisement
তমালিকা পণ্ডা শেঠের মৃত্যুর আগেই লক্ষণ শেঠকে বহিষ্কার করেছিল সিপিএম৷ লক্ষণকে বহিষ্কার করায় দল ছাড়েন তমালিকাও৷ তমালিকার মৃত্যুর পর তাঁর জন্মদিন পালন সহ স্ত্রীর মৃত্যুর স্মৃতিতে কবিতা সম্মেলন সহ নানা ধরনের অনুষ্ঠান পালন করেছেন লক্ষণ শেঠ৷ নিজে আলাদা রাজনৈতিক দলও তৈরি করেছিলেন৷ এর পর বিজেপি-তে যোগ দেন তিনি৷
তবে বিজেপি-তেও বেশি দিন থাকেননি লক্ষণ৷ যোগ দেন কংগ্রেসে৷ বর্তমানে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি পদে রয়েছেন তিনি৷
লক্ষণ শেঠ জানিয়েছেন, নববিবাহিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে খুব শিগগিরই হলদিয়ায় ফিরবেন তিনি৷ তবে বিয়ে গোপনে সারলেও খুব শিগগিরই কলকাতা এবং হলদিয়ায় বড় করেই বিয়ের রিসেপসন অনুষ্ঠান সারবেন নবদম্পতি৷ প্রথম স্ত্রী তমালিকার সঙ্গেও প্রেম করেই বিয়ে হয়েছিল লক্ষণ শেঠের৷
হলদিয়ায় ডেন্টাল মেডিক্যাল কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন লক্ষণ শেঠ৷ প্রাক্তন সাংসদের আশা, বিশাল এই কর্মকাণ্ডের দেখভালেও তাঁকে সাহায্য করতে পারবেন ম্যানেজমেন্ট ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন তাঁর নববিবাহিতা স্ত্রী৷
কয়েক বছর আগে লক্ষণ শেঠের বর্তমান দল কংগ্রেসের আর এক প্রবীণ নেতা দ্বিগবিজয় সিং-ও প্রায় সত্তরের কোঠায় দ্বিতীয় বিয়ে করেছিলেন৷ দিন কয়েক আগে ৫৮ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন অভিনেতা আশিস বিদ্যার্থী৷ তাঁদের সবাইকে অবশ্য ছাপিয়ে গেলেন প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ৷