২৭ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত, কাঁথি ও এগরা পৌরসভার পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগের দিন জেলার তিনটি মহকুমা শাসকের দফতর থেকে ভোটের কর্মীরা ইভিএম সহ ভোটকেন্দ্রে যেসব জিনিসপত্র লাগে সেই সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে পথে পথে রওনা দেন। সঙ্গে থাকে প্রতিটি বুথের জন্য সশস্ত্র পুলিশ বাহিনী। এদিন তমলুক মহকুমা শাসকের দফতর থেকে ভোট কর্মীরা ইভিএম সহ অন্যান্য জিনিসপত্র গুছিয়ে নিয়ে রওনা দেয় বিকেলের মধ্যেই। শুধু ভোট কর্মীরাই নয়, রওনা দেয় সশস্ত্র পুলিশ বাহিনীও। তমলুকের মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য জানিয়েছেন, "ভোট কর্মীরা ইভিএম সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে বিকেলের মধ্যেই ভোট কেন্দ্রে বা বুথে পৌঁছে গিয়েছে। প্রশাসন থেকে ভোটদানের কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে সমস্ত রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার, সরিয়ে ফেলার কাজ শেষ হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিটি বুথে থাকবে সিসি ক্যামেরার নজরদারি।"
advertisement