TRENDING:

East Medinipur News- তাম্রলিপ্ত বইমেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে  জেলাশাসক

Last Updated:

তমলুক শহরে শুরু হয়েছে তাম্রলিপ্ত বইমেলা ২০২২। প্রাচীন তাম্রলিপ্ত শহরের ঐতিহ্য, পরম্পরা ও সংস্কৃতি বজায় রাখতে বইমেলা কমিটি এবছরও আয়োজন করেছে তাম্রলিপ্ত বইমেলা ২০২২

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক: তমলুক শহরে শুরু হয়েছে তাম্রলিপ্ত বইমেলা ২০২২। প্রাচীন তাম্রলিপ্ত শহরের ঐতিহ্য পরম্পরা ও সংস্কৃতি বজায় রাখতে বইমেলা কমিটি এবছরও আয়োজন করেছে তাম্রলিপ্ত বইমেলা ২০২২। তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে তাম্রলিপ্ত বইমেলা ২০২২ আয়োজন করা হয়েছে। তাম্রলিপ্ত বইমেলা ২০২২ এর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক ভগীরথ মিশ্র। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী।এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবার তাম্রলিপ্ত বইমেলা চলবে ২০ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত। এই বইমেলায় বাংলা ও ইংরেজি প্রকাশনার ৫০টি স্টল রয়েছে। এই বইমেলায় পাওয়া যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রকাশনার বই। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত্রি ৮ টা মেলার বইয়ের স্টল খোলা থাকবে।
advertisement

মঞ্চে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার আগে, তমলুক শহরবাসীকে বইপ্রেমী ও মেলামুখী করতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শহর পরিক্রমা করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক, পূর্ণেন্দু কুমার মাজী জানান, "এতো সুন্দর বইমেলা আয়োজন করার জন্য বইমেলা কমিটিকে সাধুবাদ জানাই। প্রত্যেকের জীবনে বইমেলা খুব গুরুত্বপূর্ণ। কি ছোট কি বড়, প্রত্যেকের জীবনে বইয়ের দরকার রয়েছে। ইলেকট্রনিক্স গ্যাজেট বা অনলাইনে পড়লেও, বইয়ের বিকল্প হয়ে ওঠেনি অন্য কোনো কিছু। তাই বইমেলার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোভিড বিধিকে মান্যতা দিয়ে বইমেলা আয়োজন করার জন্য কমিটিকে ধন্যবাদ জানাই।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News- তাম্রলিপ্ত বইমেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে  জেলাশাসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল