অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পবিত্র চিত্তানন্দজী মহারাজ, শিল্প সংস্থার সিনিয়র ম্যানেজার প্রকাশ ভৌমিক, হলদিয়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বপন নস্কর, প্রাক্তন বিধায়ক তুষার মন্ডল, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা।
শিল্প সংস্থার সিনিয়র ম্যানেজার প্রকাশ ভৌমিক বলেন, "প্রতিবছর শিল্প সংস্থার সামাজিক সুরক্ষা প্রকল্প বা সিএসআর প্রকল্পে সাড়ে ৪ কোটি টাকার বাজেট করা হয়। বাজেটের সম্পূর্ণ টাকা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে খরচ করা হয়। এদিন ২০০ জন প্রতিবন্ধীর হাতে সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হল। এর জন্য খরচ হয়েছে কুড়ি লক্ষ টাকা। শুধু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমেই না, সমাজের উন্নয়নে সিএসআর প্রকল্পের টাকা থেকে সাধারণ মানুষের সহায়তায় সরাসরি কাজ করে শিল্প সংস্থা। পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকায় সমাজের উন্নয়নের ক্ষেত্রে খরচ হবে সিএসআর প্রকল্পের টাকা।"
advertisement