এদিন, রবিবার বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ ইন্টান্যাশনাল মেরিটাইম বর্ডার লাইনে অর্থাৎ আন্তর্জাতিক জলসীমায় দুপুর নাগাদ এই প্রত্যার্পণ হয় আনুষ্ঠানিকভাবে। ২৬ ডিসেম্বর ২০২১ 'আল্লাহর দান' নামে ঐ ট্রলারটির ইঞ্জিন বিকল হয় মাঝ সমুদ্রে। মৎস্যজীবী সহ ট্রলারটির খোঁজ পায় ভারতীয় মৎস্যজীবীরা। পরে তাদের উদ্ধার করে পারাদ্বীপ কোস্টগার্ড। এদিন পারাদ্বীপ ও হলদিয়া কোস্টগার্ড যৌথভাবে বর্ডার এলাকায় পৌঁছে বাংলাদেশী মৎস্যজীবীদের সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়।
advertisement
ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর সরোজিনী নাইডু জাহাজে প্রত্যাবর্তন চুক্তি করে মৎস্যজীবীদের ফেরানো হয়। হলদিয়া কোস্টগার্ডের কমান্ডার দীপক সিং জানিয়েছেন, প্রায় ১৫ দিন পর নিজেদের দেশে ফিরল ওই কুড়িজন মৎস্যজীবী দল। মাঝ সমুদ্রে মাছ ধরার সময় ট্রলার বিকল হওয়ায় ভারতবর্ষের জলসীমায় চলে ওই মৎস্যজীবীদের দল। তাদের আইন কানুন মেনে সুরক্ষিতভাবে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।