ভাইরাল ভিডিওতে দুই ব্যক্তি তাঁদের জুতা দিয়ে একে অপরকে খুব আক্রমণাত্মকভাবে মারছে। ক্লিপটিতে দেখা যাচ্ছে যে দু'জন এক হিংসাত্মক ঝগড়ায় লিপ্ত হয়েছে, যেখানে একজন লোক অন্যের শার্টের কলার ধরে টেনে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলার চেষ্টা করে। ক্যামেরায় ধরা পড়া ফুটেজে আরও দেখা যাচ্ছে যে কোনও পুরুষই হাল ছেড়ে দিতে রাজি নয়। তাঁরা একে অপরকে কঠিন লড়াইয়ে কুপোকাত করার চেষ্টা করছেন। মারামারির দৃশ্য তখন দেখা যায় যে একজন লোক ঝগড়ার মধ্যে ঢুকে সেই ঝগড়া ভাঙার চেষ্টা করেন। অবশেষে ঝগড়া থামে। লড়াইয়ের পরে দুজন তাঁদের জুতো পরে নিয়ে জায়গা ছেড়ে চলে যান। তবে কী কারণে সংঘর্ষ হয়েছে তা স্পষ্ট নয়।
advertisement
আরও পড়ুন: মাদকের নেশায় আচ্ছন্ন মহিলা হাঁটতেই পারছেন না! অমৃতসরের ভাইরাল ভিডিওতে উঠছে প্রশ্ন
আরও পড়ুন: দেবীপক্ষের আগেই ‘সুইগি’ গার্লের জয়জয়কার! হুইলচেয়ারে করেই খাবার পৌঁছে দেন বাড়ির দরজায়
ভিডিওটি তাম খান নামে একজন টুইটার ব্যবহারকারী আপলোড করেছিলেন এবং এটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিওর ক্যপশনে বলা হয়েছে, "আমি বলতে চাই এটি বন্দুকের চেয়ে ভাল।" ঘটনাটি দেখে নেটিজেনরা এটি নিয়ে হাস্যকর খোঁচা দিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "এটি বন্দুক, একে৪৭, অ্যাটম বোমা, এয়ার বোমা ইত্যাদির চেয়ে ভাল। এটি বিশ্বের সব দেশেরই শেখা উচিত। তাঁদের উচিত সমস্ত অস্ত্র ফেলে দেওয়া এবং শুধুমাত্র এই ধরনের অস্ত্র দিয়ে যুদ্ধ করতে শেখা।" অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, "ওঁরা নারীদের পেছনে ফেলে এগিয়ে গেছে।"