সেই বচসার সময় আইসক্রিম বিক্রেতার গলায় ছুরি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠল। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের নিগন গ্রামে এই ঘটনা ঘটেছে। জখম ব্যক্তি সুকুমার সর্দার। তার বয়স ৫৫ বছর। তাঁকে উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত সুজিত ঘোষকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: এ কী কাণ্ড! নিউটাউনের রাস্তায় এবার দেখা যাবে রোবট, কারণ শুনলে অবাক হবেন
advertisement
নিগন গ্রামের বাসিন্দা সুকুমার সর্দার ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করেন। বৃহস্পতিবার নিগন গ্রামে মনসা পুজো শুরু হয়েছে। সুকুমার বাবু মনসাতলার কাছেই আইসক্রিম বিক্রি করছিলেন। তিনি বলেন, “সে সময় সুজিত ঘোষ নামে গ্রামেরই ওই যুবক আইসক্রিম কিনতে আসে। মাত্র পঁচিশ টাকার আইসক্রিম নিয়ে পাঁচশো টাকার নোট ধরান। আমি জানাই, পাঁচশো টাকার বিক্রিই হয়নি। এরপরই সে আমার গলায় ছুরি চালিয়ে দেয়।”
আরও পড়ুন: আসানসোলে ‘পাঠান’! কিং খানের সঙ্গে সেলফি তুলতে উপচে পড়ছে ভিড়
জখম ব্যক্তির ভাগনা প্রসেনজিৎ সর্দার বলেন, “সুজিত আইসক্রিম কিনে ৫০০ টাকার একটি নোট মামাকে দেয়। মামার কাছে এত টাকা ছিল না। সেজন্য মামা ওকে বলে খুচরো টাকা দিতে। তাতে সুজিতের রাগ হয়। তার হাতে ছিল মাংস কাটার একটি ছুরি। মামার গলায় চালিয়ে দেয়। তবে মামা মাথাটা ঘুরিয়ে নেওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন।”
বর্তমানে ভাতার গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন জখম সুকুমার সর্দার। তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় তাজ্জব এলাকার বাসিন্দারা। তাঁরা বলছেন, সামান্য আইসক্রিম কেনাকে কেন্দ্র করে এতোবড় ঘটনা ঘটে যাবে তা ভাবা যাচ্ছে না।