TRENDING:

East Bardhaman News- রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদযাত্রা 

Last Updated:

২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে পদযাত্রা বর্ধমানে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই উপলক্ষে আসন্ন পৌর নির্বাচনের তৃণমূল কংগ্রেসের ৩৫ টি প্রার্থীদের নিয়ে পদযাত্রা করলেন পূর্ব বর্ধমান জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা , জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান শহর সভাপতি অরূপ দাস, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। প্রতি বছরের মতো এবছরও বিধায়ক খোকন দাসের নেতৃত্বে পালিত হল ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবস। পদযাত্রা মিছিলটি শুরু হয় টাউন হল থেকে, শেষ হয় রাজবাটি উত্তর ফটকে। পদযাত্রা শেষে রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস আন্তর্জাতিক ভাষা দিবস বিষয়ে কিছু বক্তব্য রাখেন।এদিন শহরবাসীও পদযাত্রায় পা মেলান তাঁর সাথে।
advertisement

উল্লেখ্য, ১৯৫২ সালের এই দিনে ভাষা আন্দোলনকারী ছাত্রদের ওপর পুলিশের নির্মম গুলির ক্ষত আজও টাটকা। ইতিহাসের পাতায় যা এক রক্তক্ষয়ী অধ্যায়। সারা রাজ্যে মহা আড়ম্বরে পালিত হয় এই স্মরণীয় দিনটি। পরবর্তীতে রাষ্ট্রসংঘ সিদ্ধান্ত নেয় একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের। সেই সময় থেকেই প্রতি বছর এই দিনে পালিত হয়ে আসছে ভাষা দিবস। ইউনেস্কোর মতে, এই দিনের প্রচার শান্তির জন্য। এই বিশেষ দিনটা সংস্কৃতি এবং ভাষার পার্থক্য রক্ষা করার জন্য প্রচার করা হয়, যা সহনশীলতা এবং বৈচিত্র্যের প্রতি সম্মান বাড়িয়ে তোলার চেষ্টা করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদযাত্রা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল