#পূর্ব বর্ধমান- ভোট ঘোষণা হতেই নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে করানোর তৎপরতা শুরু হয়েছে জেলা প্রশাসন মহলে। বৃহস্পতিবার থেকেই মনোনয়নপত্র জমা করতে পারবেন প্রার্থীরা। গোটা প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, তার জন্য জেলা প্রশাসনিক ভবনকে কড়া নিরাপত্তায় মুরে ফেলা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনিক ভবনে চলবে মনোনয়নপর্ব। এই পর্বকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে ভবনের প্রবেশের রাস্তায় পাঁচটি অস্থায়ী ড্রপ গেট তৈরি করা হচ্ছে।