পুলিশ উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেয়। রবিবার দুপুরে উদ্ধার করা বোমাগুলিকে নিষ্ক্রিয় করল সিআইডির বম্ব স্কোয়াডের প্রতিনিধি দল। এই ঘটনার জেরে স্থানীয় চাষিদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। চাষের জন্য মাঠে যেতেই ভয় পাচ্ছেন তারা।
advertisement
শনিবার বস্তা ভর্তি বোমা উদ্ধার ঘিরে পূর্ব বর্ধমানের মেমারিতে চাঞ্চল্য ছড়িয়েছিল। বন্ধ হয়ে যাওয়া একটি চায়ের দোকানের পিছনের ফাঁকা মাঠ থেকে তাজা বোমা উদ্ধার হয়।
বোমা উদ্ধারের পর থেকেই জায়গাটিকে ঘিরে রেখেছিল পুলিশ। একটি বস্তার ভিতর থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার হয়েছে। কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে বোমাগুলি রেখেছিল তদন্ত শুরু করেছে পুলিশ। সিআইডি-র বম্ব স্কোয়াড পাল্লা এলাকায় দামোদর নদের চরে বোমাগুলি নিষ্ক্রিয় করে।
advertisement
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Nov 23, 2025 3:24 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bomb Defuse: ক্ষেতে যাওয়ার নাম শুনলেই জ্বর আসছে চাষিদের! কাটোয়ায় চাষ জমি থেকে উদ্ধার বোমা ভর্তি ব্যাগ, নিষ্ক্রিয় করল CID বম্ব স্কোয়াড
