#পূর্ব বর্ধমান- সরস্বতী পুজোর প্যান্ডেল সজ্জাতেও বুর্জ খালিফা। কালনার সপ্তর্ষি সংঘের উদ্যোগে সরস্বতী পুজোর প্যান্ডেল তৈরি হল বুর্জ খালিফার আদলে। যা দেখতে উপচে পড়া ভিড় সাধারণ মানুষের। শিকেয় উঠল করোনা বিধি।