মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর নির্দেশে জেলায় জেলায় চলছে তল্লাশি। আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের কাজ শুরু করছে জেলা পুলিশের আধিকারিকরা। সেই নির্দেশ মেনে কাজ করতে গিয়েই বোমা উদ্ধার করল ভাতার ও মঙ্গলকোট থানার পুলিশ। তবে নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন। ধর্ম পাল নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "বাচ্চাদের খেলার মাঠে বোম উদ্ধার হল। এসব দেখে বাচ্চারা খুব আতঙ্কিত। এভাবে গ্রামের মধ্যে বোম উদ্ধার হচ্ছে, এটা শুধু বাচ্চা নয় সকলেই ভয়ে গুটিয়ে আছে। তবে পুলিশরা এসে বোম উদ্ধার করেছে। পুলিশের উপর আস্থা আছে। তাঁরা আমাদের নিরাপত্তার দিক টা খেলায় রাখবেন।" সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার বেশ কয়েকটি জায়গা থেকে উদ্ধার হয়েছে একাধিক বোমা। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছে অনেকেই। সমস্ত ঘটনার তদন্ত চলছে। তবে সব মিলিয়ে আতঙ্কিত জেলাবাসী।
advertisement