#পূর্ব বর্ধমান : জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে মঙ্গলকোট থানার সামনে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হল। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলকোট থানার সহযোগিতায় থানা চত্বরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এদিন। রক্তদান শিবিরের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কামনাশিশ সেন। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধান সভার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক স্বাস্থ্য আধিকারিক জুলফিকার আলী, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মদক্ষ মঙ্গলকোট থানার সমস্ত পুলিশ আধিকারিকরা। এদিন প্রায় ১৫০ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্ত দান করেন। সমস্ত পুলিশ আধিকারিকরা এই রক্তদান শিবিরে রক্ত দান করেন এদিন ।এই বিষয়ে বিধায়ক অপূর্ব চৌধুরী জানান, এর আগেও মঙ্গলকোট থানার উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হয়েছে । তাছাড়া বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে মঙ্গলকোট থানা । যা সত্যিই দৃষ্টি আকর্ষণ করে । অন্যদিকে, পুলিশ সুপার কামনাশিশ সেন জানান , সমস্ত থানাকেই নির্দেশ দেওয়া হয়েছে রক্তদান শিবির করতে । ভোটের জন্য একটু সমস্যা হচ্ছিল, তবে ফের পুলিশের নানা কর্মসূচী শুরু হয়েছে। রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ বলে জানান তিনি ।স্থানীয়রা বলেন, মঙ্গলকোট থানার উদ্যোগে এরকম একাধিক কর্মসূচী হয়ে থাকে। মানুষের পাশে থাকার চেষ্টা সব সময় মঙ্গলকোট থানার পুলিশ করে। এর আগেও জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হয়েছে মঙ্গলকোট সহ একাধিক থানা এলাকায়। এরপরও রক্তদান শিবির আয়োজিত হবে জেলা পুলিশের উদ্যোগে বলে জানা গিয়েছে।