#পূর্ব বর্ধমান- সাধারণ মানুষের মধ্যে সচেতনতা জাগাতে আবারো রাস্তায় নামল মাধবডিহি থানার পুলিশ। মাধবডিহি থানার পক্ষ থেকে রায়না দু নং ব্লকের বুলচন্দ্রপুর থেকে উচালন দিঘি পর্যন্ত ওসি সুব্রত বেড়ার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইভকে সামনে রেখে, এক বাইক র্যালির আয়োজন করা হল এদিন।