এই দিন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসে ১০ জন পড়ুয়ার হাতে ফুলের তোড়া ও মেমেন্টো তুলে দেওয়া হয়। রাজ্য স্তরে জেলার হয়ে হাই জাম্প,লঙ জাম্প, ১০০ মিটার দৌড় সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় এই কচিকাঁচারা। বয়সে ছোট হলেও, তাদের অদম্য ইচ্ছা শক্তির কারণে সফল হয়েছে তারা। আর এই সাফল্য অভিভাবক থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ প্রত্যেকের কাছেই দারুণ গর্বের বিষয় । তাই এই সাফল্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ১০ জন পড়ুয়া বর্ধমানে পৌঁছানোর পরেই তাদের প্রত্যেককে পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসে ডেকে, তাদের ফুলের তোরা ও মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানান প্রাথমিক বিদ্যালয় সংসদ।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত ছাত্র ছাত্রীদের অবিভাবক ও অবিভাবিকারা । পড়ুয়াদের সাফল্যে স্বভাবতই খুশি হয়েছেন অবিভাবক ও অবিভাবিকারা ।
advertisement
এই সাফল্য প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা কাউন্সিল অফিসের কর্মরত একজন জানান, ছাত্র ছাত্রীরা পুরস্কৃত হয়েছে। বিভিন্ন ইভেন্টে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার জন্য তাদের পূর্ব বর্ধমান জেলা কাউন্সিলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল । আশা করি ভবিষ্যতে এরা তাদের দক্ষতা আরও বাড়াবে এবং অনুশীলন চালিয়ে যাবে যাতে যে কোনও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উত্তীর্ণ হতে পারে ।