TRENDING:

কী ধরনের অন্তর্বাস পরবেন ছাত্রীরা, নির্দেশিকা জারি করে জানাল এই স্কুল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুনে: কোন ধরনের অন্তর্বাস পরবেন ছাত্রীরা, তা রীতিমতো নির্দেশিকা জারি করে জানাল স্কুল ৷ রুল বুকে ছাপানো সেই নির্দেশিকায় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সাদা, স্কিন কিংবা ধূষর রঙের অন্তর্বাস পরেই আসতে হবে স্কুলে ৷ পুনের এমআইটি বিশ্বশান্তি গুরুকুল স্কুল জারি করা এহেন নির্দেশিকায় তৈরি হয়েছে বিতর্ক ৷
advertisement

শুধু অন্তর্বাসের রঙই নয়, ছাত্রীদের পোশাক সংক্রান্ত একাধিক বিষয়ে বলা হয়েছে ওই নির্দেশিকায় ৷ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে স্কার্টের মাপ থেকে পড়ুয়াদের শৌচাগার ব্যবহারের সময়ও ৷ এমনকি এই সব নির্দেশ না মানলে কোন শাস্তির মুখে পড়তে পারেন পড়ুয়া ও অভিভাবকেরা, তাও বিস্তারিতভাবে বলা আছে ৷ এখানেই শেষ নয়, স্কুলে খাওয়ার জল অতিরিক্ত ব্যবহার করে ছাত্রী প্রতি ৫০০ টাকা জরিমানা দিতে হবে বলে জানিয়েছে স্কুল ৷

advertisement

আরও পড়ুন 

কী এই jio Giga Fiber ? কীভাবে কাজ করবে জিও-র এই নতুন পরিষেবা

এই নির্দেশিকা নিয়েই তৈরি হয়েছে চাঞ্চল্য ৷ রীতিমতো রুল বুকে ছাপিয়ে ছাত্রীদের অন্তর্বাসের রঙ নির্দিষ্ট করে দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই ৷

আরও পড়ুন 

ক্যানসারের চিকিৎসায় কেমোর থেকে ভাল ‘গোমূত্র’, দাবি বিশ্ববিদ্যালয়ের গবেষণায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

এমআইটি গ্রুপ অফ ইনস্টিটিউট-এর এগজিকিউটিভ ডিরেক্টর সুচিত্রা কারাড নাগারে এই নির্দেশিকার পক্ষে নিজের সমর্থন জানিয়ে বলেছেন, এই নির্দেশিকা নিয়ে অযথা জল ঘোলা করার কোনও কারণ নেই ৷ স্কুল পড়ুয়াদের অবশ্যই নির্দিষ্ট পোশাক বিধি মানা উচিত ৷ সাদা স্কুল ড্রেসের নীচে রঙচঙে অন্তর্বাস পরলে তা অযথা দৃষ্টি আকর্ষণ করে এবং তা অশোভনও লাগে বলে মত সুচিত্রাদেবীর ৷ এই সব বিষয়ে ভেবেই রুলবুকে পড়ুয়াদের জন্য ওই নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ পদ্মা গিরি ধান্য ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কী ধরনের অন্তর্বাস পরবেন ছাত্রীরা, নির্দেশিকা জারি করে জানাল এই স্কুল