TRENDING:

বাঙালি হত্যাকে কেন্দ্র করে তিনসুকিয়ায় বিক্ষোভ, নিরাপত্তার দাবি জানাল অসমের বাঙালি সম্প্রদায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি:   অসমের তিনসুকিয়ায় ৫ বাঙালি খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত অসম । গতকাল রাতে ব্রহ্মপুত্রের চরে ৫ জনকে নৃশংসভাবেগুলি করে হত্যা করা হয়। নিহত ৫ জনের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য । আর এই ঘটনার পর থেকেই চরম আতঙ্কে রয়েছেন অসমের সমগ্র বাঙালি সম্প্রদায়।
advertisement

আজ সকাল থেকেই অল ইণ্ডিয়া বেঙ্গলি ইয়ুথ স্টুডেন্ড ফেডারেশন তিনসুকিয়া জুড়ে ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে। বন্ধ রয়েছে  দোকান। রাস্তায় কম রয়েছে যানবাহন।যদিও এই বিক্ষোভে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।

ধোলা-সাদিয়া ব্রিজের কাছে এই হত্যাকাণ্ড ঘটেছে আর তারপর থেকেই অসমের পুলিশি নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাঙালি সম্প্রদায়ের মানুষরা । অসমের গোসাইগাঁওয়ে পথ অবরোধ করে বাঙালি সংগঠন। রাজ্য প্রশাসনের কাছে তাঁদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন বাঙালি পরিবারগুলি । মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল জানিয়েছেন দোষীদের চরম শাস্তি দেওয়া হবে ও এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হত্যাকাণ্ডের জেরে অসম বাংলা সীমানায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ।  কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আলিপুরদুয়ার সীমানাও।

বাংলা খবর/ খবর/দেশ/
বাঙালি হত্যাকে কেন্দ্র করে তিনসুকিয়ায় বিক্ষোভ, নিরাপত্তার দাবি জানাল অসমের বাঙালি সম্প্রদায়