TRENDING:

জনপ্রিয় ধারাবাহিকের মহিলা শিল্পীকে ধর্ষণের অভিযোগ, প্রযোজকের ৭ বছরের জেল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একটা সময় টেলিভিশন কাঁপাতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘বীরা’৷ এখন ধারাবাহিকটি অফ এয়ার ৷ তাতে কী? আবার খবরের শিরোনামে এই ধারাবাহিক ৷ তবে এবারের কারণটা এক্কবারে ভিন্ন ৷ এবং সুখকর নয় মোটেই ৷ এই ধারাবাহিকের এক মহিলা শিল্পীকে ধর্ষণ করার জন্য ৭ বছরের জেল হল এক্সিকিউটিভ প্রোডিউসার মুকেশ মিশ্র’র ৷
advertisement

পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযোগকারিনী জানিয়েছেন, একদিন কোনও শ্যুট ছিল না ৷ তবু তাঁকে বলা হয় একটি সিক্যোয়েন্সের জন্য শ্যুটিং রয়েছে ৷ একই সঙ্গে জানানো হয়, শিল্পীদের শ্যুটিং ফ্লোরে পৌঁছনোর জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে ৷ আর সেই কথা মতো গত ২০১২ সালের ১২ ডিসেম্বর যোগেশ্বরী স্টেশনের কাছে বাসের জন্য অপেক্ষা করছিলেন ৩১ বছর বয়সী ওই মহিলা শিল্পী ৷ তবে, বাস আসেনি ৷ তার আগেই তাঁর সামনে বাইক নিয়ে হাজির হন ৩৩ বছরের মুকেশ ৷ এবং তখন তিনি ওই অভিনেত্রীকে প্রস্তাব দেন তাঁর সঙ্গে বাইকে চেপে শ্যুটিং স্পটে যাওয়ার ৷ রাজি হয়ে যান তিনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছেন, যে সময় তাঁরা শ্যুটিং স্পটে গিয়ে পৌঁছেছিলেন, ওখানে ঝাঁড়ুদার ছাড়া আর কেউই ছিল না ৷ এবং সেখানকার একটি ঘরেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনা নিয়ে তিনি যাতে মুখ না খোলেন, সেই কারণে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ৷ তিনি যদি মুখ খোলেন তবে, তাঁর মেয়েকে খুন করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় ৷ তবে পরবর্তীকালে পুলিশের সামনে মুখ খোলেন তিনি ৷ গতকাল অতিরিক্ত সেশন বিচারক কে এস হোড় অভিযুক্ত মুকেশ মিশ্রকে সাত বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
জনপ্রিয় ধারাবাহিকের মহিলা শিল্পীকে ধর্ষণের অভিযোগ, প্রযোজকের ৭ বছরের জেল